Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের এলাকায় সংগঠনের বেহাল অবস্থা!

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

লাকসাম উপজেলা সংবাদদাতা : গত সোমবার বিএনপি’র সংস্কারপন্থী নেতা কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিমকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করায় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা বিস্মিত হয়েছে। চলতি ইউপি নির্বাচনে তার নির্বাচনী এলাকার (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি প্রার্থীদের কোন রকম সহযোগিতা না করায় এলাকার দলীয় প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করছে। লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম এবং মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ও মৈশাতুয়া ইউনিয়নের দলীয় প্রার্থী রাসেল ও সিদ্দিকুর রহমান তাদের নেতা আজিমের উপর ক্ষুব্ধ হয়ে দলীয় প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়া তার নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলা সদরে গত তিন বছরে একটি দলীয় সভা-সমাবেশ করতে পারেনি এই সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম। এ ধরনের নেতাকে বিএনপির মতো একটি বৃহৎ সংগঠনের সাংগঠনিক সম্পদক করায় দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যিনি নিজের নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ করতে পারে না, তিনি কিভাবে কুমিল্লা বিভাগের দায়িত্ব পালন করবেন। লাকসাম উপজেলা বিএনপি কর্মী শাহ-আলম জানান, আজিম সাহেব দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না তিনি পকেট কমিটি করতেই বেশি পছন্দ করেন। মনোহরগঞ্জ উপজেলার বিএনপি নেতা সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ দিন দল করছি, কিন্তু দলের নেতা আজিম সাহেব দলের নেতা-কর্মীদের বিপদের সময় পাশে থাকেন না। তিনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমরা খুশি হয়েছি, কিন্তু সংগঠনের বেহাল দশার কারনে আমরা ক্ষুব্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের এলাকায় সংগঠনের বেহাল অবস্থা!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ