Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিম ম্যানেজমেন্টের হয়ে মিরাজের ওকালতি পুরোনো বন্ধু মুস্তাফিজকে পেয়ে খুশি

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, গল (শ্রীলঙ্কা) থেকে : গল’এ ৪ বছর আগে একাদশে দুই পেস বোলারের বেশি খেলানোকে যৌক্তিক মনে করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চারবছর পর সেই গল’এর উইকেট নিয়ে বিভ্রান্তিতে তিন স্পেশালিস্ট পেসারের সঙ্গে একজন পার্টটাইমার পেসারে ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট! ৮৮ ওভারের দিনটিতে এই চার পেসারের বোলিংয়ের সমষ্টি ৫০ ওভার। যার মধ্যে ন্যাড়া উইকেটে মুস্তাফিজ, তাসকিন, শুভাশিষত্রয়ী করেছেন ৫০ ওভার বোলিং! সারা দিনে ৪ উইকেটের মধ্যে তিনটিই আবার তাদের শিকার। গল’এর অতীত চিরায়িতভাবে স্পিনারদের পক্ষে বলেছে কথা। সেখানে স্পেশালিস্ট তিন পেস বোলার নিয়ে একাদশ সাজানোকে একটু বোকামিই মনে হচ্ছে। তবে গল’এর উইকেটে প্রথমদিন টার্ন না পাওয়ায় টিম ম্যানেজমেন্টের দেয়া বোলিং কম্বিনেশনের প্রতিই সম্মান দেখাচ্ছেন অফ স্পিনার মিরাজ ‘আমাদের পেস বোলাররা শুরুতে খুব ভালো বল করেছেন। শুভাশীষ দা ও তাসকিন ভাই খুব ভালো বোলিং করেছেন। এবং মুস্তাফিজের স্টার্টটা খুব ভালো ছিল। উইকেট থেকে স্পিনাররা সেরকম কোনো হেল্প পাচ্ছেন না। আমিও বল করেছি, সাকিব ভাইও বল করেছে। সেরকম কোনো হেল্প পাচ্ছি না।’ তবে তিন পেস বোলার নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ দেখে বিস্মিত হননি দিনের নায়ক ভাগ্যবান কুশল মেন্ডিজ ‘এটা ব্যাটসম্যান নির্ভর উইকেট, এটা ঠিক। আমরা তিন স্পিনার নিয়ে খেলছি, তারা খেলছে সেখানে তিন ফাস্ট বোলার নিয়ে, এতে আমি বিস্ময়ের কিছুই দেখছি না।’
প্রথম দুইদিন গল’এর উইকেটের বৈশিষ্ট্য এমনটাই থাকবে বলে ধারণা করছেন মিরাজ ‘ প্রথম দুই-তিনদিন উইকেট এরকমই থাকবে আশা করি। তিনদিন পর থেকে একটু টার্ন করা শুরু করবে।’ এই উইকেটে প্রথম দিনের বোলিং পারফরমেন্সে সন্তুষ্ট মিরাজ ‘ওদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট হয়েছেন। এখন যে দুই মূল ব্যাটসম্যান আছেন, দ্রæত তাদের উইকেট নিতে পারলে তখন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এ উইকেটে বেশি রান করপত পারবেন না। আমাদের টার্গেট থাকবে রান চেক করে সকালে ওদের দু›জনের উইকেট নেয়া। আমাদের টার্গেট আছে যত কম সময়ে ওদেরকে আউট করে দেয়া যায়।’
দুই অ্যান্ডে স্পিন অ্যাটাকে অভ্যস্ত বাংলাদেশকে এদিন গদবাধা নিয়মে বোলিং অ্যাটাক করতে দেখা যায়নি। এক অ্যান্ডে পেস বোলার রেখে অন্য অ্যান্ডে স্পিনার ব্যবহার করেছেন মুশফিকুর। এই কৌশলকেও যথার্থ মনে করছেন মিরাজ ‘এটা আসলে ভালো হয়েছে। এ উইকেটে স্পিনাররা ভালো বোলিং করলেও দুই দিকে থেকে উইকেট বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যাটসম্যানরা না ভুল করেন। পেস বোলাররা উইকেট নেয়ার জন্য যদি ভালো জায়গায় বল করেন, তাহলে তাদের বরং সুযোগ থাকে বেশি। তাই এক সাইড থেকে স্পিনার, এক সাইড থেকে পেসার হওয়ায় ভালো হয়েছে।’
ভাগ্যক্রমে শুভাশিষের নো বলে বেঁচে যাওয়া কুশল মেন্ডিজ গুনারতে্নকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড ১৯৬ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। তবে এই জুটির পারফরমেন্সকে টেস্টের অংশ হিসেবেই দেখছেন মিরাজ ‘আসলে টেস্ট ম্যাচে একটা না একটা জুটি হবেই। জুটিটা বড় হয়েছে।’ ২০ মাস পর মুস্তাফিজুরের টেস্ট প্রত্যাবর্তনকেও স্বাগত জানিয়েছেন ২০১৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুস্তাফিজুরের অধিনায়ক মিরাজ ‘আমার একটা ইচ্ছে ছিল যে, আমরা দু’জন একসঙ্গে খেলব। এখন খেলতে পারছি বলে ভালো লাগছে। অনেকদিন পর টেস্ট ম্যাচে এসে ভালো করছে সে। ভালো জায়গায় বল করছে। যখন ইনজুরি থেকে ফিরে এসে নিউজিল্যান্ড সিরিজ খেলল, তখন ও কিছুটা নড়বড়ে অবস্থায় ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ অনেক ভালো ফিট অবস্থায় আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ