প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মিডিয়াতে অভিনেত্রী জেনির এক যুগ পূর্ণ হয়েছে। ২০০৫ সালে একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে মিডিয়াতে তার আগমন হয়। এরপর বহু নাটকে এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন অভিনেত্রী হিসেবে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে একজন দর্শকপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। ভালো স্ক্রিপ্ট, ভালো চরিত্রে কাজ করার আগ্রহের কারণে কাজও করেন বেছে বেছে। ২০০৫ সালে ইউনিলিভার’-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন জেনি। এটি নির্মাণ করেছিলেন অমিতাভ রেজা। এতে জেনির সহমডেল ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান। প্রথম বিজ্ঞাপনেই দু’জন বাজিমাত করেছিলেন। এরপর জেনি অমিতাভ রেজার নির্দেশনাতে ‘পন্ডস’র বিজ্ঞাপনে মডেল হন। মডেল হিসেবে আলোচনায় আসার পরপরই আশরাফুল আলম রিপনের নির্দেশনায় ‘এপিঠ ওপিঠ’ নাটকে অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল ‘রমিজের আয়না’। এতে তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। জেনি বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি একজন অভিনেত্রী হতে পেরেছি এবং আমার অবস্থান নিয়ে অবশ্যই সন্তুষ্ট। অন্যকোনো দেশে আমার জন্ম হলে সেখানে হয়তো একজন অভিনেত্রী হতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখানে আমি আমার নিজের চেষ্টা ও মেধাকে কাজে লাগিয়ে একজন অভিনেত্রী হওয়ার চেষ্টা করেছি। দর্শক আমার অভিনীত নাটক দেখছেন। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আক্ষেপ হচ্ছে, আমরা এখন ভালো স্ক্রিপ্ট পাই না। ফলে ভালো কাজ করার সুযোগ হয় খুব কম।’ এদিকে জেনি বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকাল আহমেদ’র ‘ফুল মহল’, মাসুদ মহিউদ্দিনের ‘মায়াবন বিহারিনী’, দীপংকর দীপনের ‘টক্কর’। আম্লান বিশ্বাসের ‘অনন্যা’ ধারাবাহিকে জেনি নাম ভূমিকায় অভিনয় করছেন যা একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। জেনি চলচ্চিত্রে অভিনয় করেননি। তিনি বলেন, অবশ্যই আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই, সে ক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট চাই, চাই একটি ভালো চরিত্র। তবেই করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।