Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে ফিরলেন চিত্রনায়িকা আন্না

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পড়াশোনা ও সংসার নিয়ে বেশ কয়েক বছর ব্যস্ত থাকার পর আবার অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। চলচ্চিত্রে তিনি আন্না হিসেবেই পরিচিত। এক সময় নায়ক মান্নার নায়িকা হয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আন্না। এ পর্যন্ত আন্না প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে পিতা মাতার আমানত, মা বাবা আর সন্তান, জীবন যুদ্ধ, সমাধি, মনের ঘরে বসত করে, সন্তান আমার অহংকার, পাঁচ টাকার প্রেম, স্বামী হারা সুন্দরী, তুমি আমার স্বামী, বাজাও বিয়ের বাজনা ইত্যাদি। বিয়ে ও পড়াশোনা তার অভিনয়ে ছেদ টানে। ইতোমধ্যে বিবিএ সম্পন্ন করেছেন। সবকিছু গুছিয়ে এখন আবার অভিনয়ে মনোযোগী হয়েছেন। গতকাল থেকে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। তাজুল ইসলাম পরিচালিত গোপন সংকেত নামের সিনেমায় তাকে দেখা যাবে এন্টি হিরোইন চরিত্রে। আন্না আশা করছেন, দর্শক তাকে আবার নতুনভাবে দেখতে পাবেন। সিনেমায় অভিনয় ছাড়াও তিনি নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করেন। তবে অভিনয় সমৃদ্ধ চরিত্র না হলে করেন না। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে তিনি অভিনয় করেছেন। আন্না বলেন, এতদিন সংসার ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় থেকে দূরে ছিলাম। এখন নিজেকে গুছিয়ে আবার শুরু করছি। নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছি। তিনি বলেন, আমি এ পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছি, তার প্রায় সবগুলোই ব্যবসা সফল হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও ফিরতে চাই। এখন চরিত্র চিত্রণে আরও সচেতন হয়েছি। যে চরিত্রেই অভিনয় করি না কেন, তার গুরুত্ব বুঝে অভিনয় করবÑ যাতে দর্শক আকৃষ্ট হতে পারে। তিনি বলেন, চলচ্চিত্র এবং টেলিভিশন এই দুই মাধ্যমেই নিয়মিত কাজ করব। আশা করছি, দর্শক এখন থেকে নতুন এক আন্নাকে দেখতে পাবেন। আন্না ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত। শিশু শিল্পী হিসেবে মালা তুমি কার, বিদ্রোহী পদ্মা, প্রেম পিয়াসীসহ আরও অনেক সিনেমায় তিনি অভিনয় করেন। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানার আপ হয়েছিলেন। নাচে দক্ষ আন্না ছায়ানট থেকে ক্লাসিক্যাল নৃত্যের উপর প্রশিক্ষণ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ