নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে চলমান বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় টেবিল টেনিসের চুড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প বাগেরহাটে শুরু হয়েছে। গত মঙ্গলবার বাগেরহাটের শ্রীঘাটস্থ খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ অডিটোরিয়ামে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ। ক্যাম্পে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী দশজন করে মোট ২০জন বালক ও বালিকা অংশ নিচ্ছেন। এর আগে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সারাদেশ থেকে বাছাইকৃত ১৬ বালক ও ১৫ জন বালিকাসহ মোট ৩১ জনকে নিয়ে প্রাথমিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখান থেকে চ‚ড়ান্ত ক্যাম্পের জন্য ২০ জনকে বাছাই করা হয়। এই চুড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে। ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্বে আছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন মনোনীত কোচ শামীম সাব্বির ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কোচ সাইফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।