Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেবিল টেনিসে জিতেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম (ইংল্যান্ড) থেকে | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের পর সাঁতারে হতাশা। জিমন্যাস্টিক্সেও প্রত্যাশা পূরণে ব্যর্থ লাল-সবুজের ক্রীড়াবিদরা। তবে বাংলাদেশের জন্য স্বস্তি বয়ে এনেছে টেবিল টেনিস। গতকাল এনইসির তিন নম্বর হলে ছেলেদের দলগত টেবিল টেনিসের বাছাইপর্বে ফিজিকে ৩-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ডাবলস ম্যাচে হৃদয়-রামহিম জুটি ১১-৭, ১১-৫, ১১-৪ স্কোরে ফিজির রিয় লি- চৌহান জুটিকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন। দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ফিজির উ কের বিপক্ষে ১১-৮, ১৩-১১, ১১-৬ স্কোরে জেতেন। তিন নম্বর সেটে বাংলাদেশের হৃদয় ১১-১১, ১১-৩, ১১-১৬ স্কোরে ফিজির রিয় লি কে হারালে জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গায়ানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেবিল টেনিসে জিতেছে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ