Inqilab Logo

মঙ্গলবার , ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

ইতিহাস গড়লো বাংলাদেশের টিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৮:৩৫ পিএম

টেবিল টেনিসের (টিটি) আন্তর্জাতিক আসরে আগে ব্রোঞ্জপদকেই সন্তুষ্ট থাকতে হতো বাংলাদেশকে। এবার সরাসরি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লো বাংলাদেশের টিটি। মঙ্গলবার মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বালকদের দলগত ইভেন্টে স্বর্ণ জেতেন লাল-সবুজের কৃতি খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম বম ও নাফিজ ইকবালরা। ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সোনার হাসি হাসলেন তারা। হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে হারালেও নাফিজ হেরে যান। ম্যাচে তখন বাংলাদেশ ২-১ সেটে এগিয়ে ছিল। এরপর বোর্ডে নামেন রামহিম। কিন্তু রামহিমকে হারিয়ে ২-২ সেটে সমতা আনে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল তখন শেষ অংকে। হৃদয়কে ঘিরে সব আশা ভরসা ছিল বাংলাদেশের। হৃদয় অবশ্য দেশবাসীকে হতাশ করেননি। ৩-১ গেমে সেট জিতে নেন তিনি। নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে ম্যাচের সময় উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইমিশনার শেখ আবুল কালাম আজাদ। এসময় অনেক বাংলাদেশি প্রবাসীরাও ছিলেন। দেশে কিংবা বিদেশের মাটিতে আগে অনেক টুর্নামেন্টে খেললেও ব্রোঞ্জ জিতেই আনন্দ করতেন বাংলাদেশের টিটি খেলোয়াড়রা। এবার তারা বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করার পাশাপাশি দক্ষিণ এশিয়ান জুনিয়র টিটিতে জিতলেন স্বর্ণপদক। সাফল্য পেয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর মালে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, ‘বিভিন্ন টুর্নামেন্টে গেলে দেখতাম অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজত এবং জাতীয় পতাড়া উড়তো। এবার আমার দেশের জাতীয় সঙ্গীত বাজল। লাল সবুজের পতাকা উড়ল মালদ্বীপে। আনন্দে আমরা সবাই উদ্বেলিত হয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেবিল টেনিস

১৮ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ