Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপের মাধ্যমে সমঝোতা না হলে আন্দোলনের বিকল্প নেই-ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহম্মদ বলেছেন, আগামী নিবাচনে নির্বাচন কমিশন যতই শক্তিশালী করুক না কেন, কিন্তু কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে তাহলে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। যখনই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তখন নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারে না। তার প্রমাণ ১৯৭৩, ২০০৯, ২০১৪ সন। আগামী নির্বাচন একদলীয়ভাবে করতে দেয়া হবে না। তাই আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তা হলে খুন, গুম, অত্যাচার, নির্যাতন ও বিনা বিচারে হত্যার জবাব আগামী নির্বাচনে এ দেশের জনগণ দিবে। বিএনপির এ সিনিয়র নেতা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে হবে। সরকার ৯ বছর আমাদের ওপর অনেক নির্যাতন, জুলুম করেছে, তার প্রতিকার অবশ্যই হবে। যদি সংলাপের মাধ্যমে সমঝোতা না হয় তাহলে আন্দোলনের বিকল্প নেই। ভোটার বিহীন নির্বাচন যেখানে প্রতিদ্ব›িদ্বতা নেই এ ধরনের নির্বাচন আর করতে দেয়া হবে না। আমাদের ঢাকাসহ কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হয় না। আমাদেরকে অনুমতি দিয়েছে স্বল্পপরিসরে শর্তসাপেক্ষে, এ কারণে আমাদের নেতাকর্মীদের কষ্ট হচ্ছে। তারপর ও সম্মেলন সফল হয়েছে। তিনি গতকাল শনিবার সকাল ১০টায় বসুরহাট পৌরমিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপির ও অঙ্গ-সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক নুর আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আহছান উল্যা মানিক, পৌর বিএনপিসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, আবদুল মতিন লিটন, আতোয়ার হোসেন পাভেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংলাপ

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ