Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে গলা কেটে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী। গত শুক্রবার ভোরে রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ওই গৃহবধূর ভাই বাদী হয়ে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে গুরুতর আহত হয়ে ওই গৃহবধূ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)-এর সাথে একই ইউনিয়নের ঈশ্বরপুরগঞ্জ গ্রামের খলিলুর রহমানের মেয়ে রোজিনা বেগম (২৫)-এর সাথে বিয়ে হয়। এ দম্পতির ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পাষন্ড স্বামী সাইফুল যৌতুকের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায়ে গত শুক্রবার ভোরে মোটর সাইকেলের দাবিতে যৌতুকলোভী স্বামী সাইফুল ঘুমন্ত অবস্থায় রোজিনাকে চাকু দিয়ে জবাই করার চেষ্টা করে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রোজিনার বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করে। শনিবার পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এব্যাপারে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া জানান, এ মামলার তদন্ত কাজ দ্রæত শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোমস্তাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ