Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোমস্তাপুরে কর্মসংস্থানের লক্ষ্যে জব মেলা

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মসংস্থানের লক্ষ্যে গ্রাজুয়েটদের নিয়ে এক জব মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয়ে আয়োজিত দিনব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হয়। ইউনিট অর্গানাইজার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইয়াকুব আলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী। বক্তব্য রাখেন সোলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সিএমইএস’র সিনিয়র শিক্ষক রানাউল ইসলাম, অর্গানাইজার ট্রেড সাখায়াত হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ট্রেড গ্রাজুয়েটরা প্রমুখ। আলোচনা শেষে অতিথিগণ সিএমইএস-এর বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শন করেন। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চারণদলের নাটিকা মঞ্চস্থ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোমস্তাপুরে কর্মসংস্থানের লক্ষ্যে জব মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ