Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে চাঁপাই এগ্রো প্রডাক্ট পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১০:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামে অবস্থিত চাঁপাই এগ্রো প্রডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড এর জুসের পাল্প তৈরির কার্যক্রম পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বুধবার দুপুরে তিনি চলতি আম মৌসুমে আম সংগ্রহ কার্যক্রমের ও উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাংবাদিক দেলোয়ার হোসেন রনি, ফ্যাক্টরির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০০৭ সালে প্রতিষ্ঠিত প্রায় ১০ বিঘা জমির উপর নির্মিত এ ফ্যাক্টরিতে ২২৫ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। যার ফলে এ প্রত্যন্ত অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ ফ্যাক্টরি থেকে দেশের বিভিন্ন জুস তৈরির কাঁচামাল পাল্প উৎপাদন ও সরবরাহ করা হয়ে থাকে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোমস্তাপুরে চাঁপাই এগ্রো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ