বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের হরিদ্রাচালা এলাকায় অবস্থিত ইভিট্রেক্স পলিকন নামক একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শতাধিক কোটি টাকা হবে বলে কারখানার সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাট থেকে সুতা তৈরির ওই কারখানার ড্রাস্টার রাখার গুদামে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা সম্পূর্ণ কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ইপিজেড এলাকা দমকল বাহিনীর আটটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রায় শত কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ওই কারখানার ম্যানেজার অ্যাডমিন মেজর (অব:) এ কে এম আজাদ জানিয়েছেন। তবে ভয়াবহ এই অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে ড্রাম্পিং করার পর অগ্নিকান্ডের কারণ জানা যাবে বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: আতাউর রহমান জানিয়েছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও মির্জাপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদৎ হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।