Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে ডা. শাহাদাত

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা আগামী নির্বাচনেও বিএনপিকে মাঠের বাইরে রেখে ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষে আরেকটি ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনতার মঞ্চের ষড়যন্ত্রকারী এবং আওয়ামী লীগের অনুগত প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে আগামীতেও নির্বাচন-নির্বাচন খেলা খেলতে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি গতকাল (সোমবার) নগরীর জামালখান ওয়ার্ড বিএনপির নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
২১নং জামালখান ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মঞ্জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা বিএনপিসাধারণ সম্পাদক হারুন জামান, নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো: ইদ্রিস, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাহেদ বক্স, সাবেক ছাত্রদল নেতা ছাইফুর রহমান শপথ, কামরুল ইসলাম, মো: ইদ্রিস আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, মো: জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা হাজী মোঃ লোকমান, আশরাফুজ্জামান স্বপন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ