পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দেশের ভোগ্যপণ্য বাজারে অন্যতম সেরা ব্র্যান্ড এসিআই পিওর আটা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে সৃজনশীল লেখা প্রতিযোগিতা “মাতৃভাষা মা”। ২১শে ফেব্রæয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সারাদেশের ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড আয়োজন করেছে এই প্রতিযোগিতার। রোববার ঢাকার তেজগাঁয়ে অবস্থিত এসিআই সেন্টারের কনফারেন্স হলে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। কথা সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। মাতৃভাষা আমাদের শিখিয়েছে আপন ভাষার গুরুত্ব দিয়েছে নিজেকে প্রকাশ করার প্রেরণা। সেই ভাষায় হাতেখড়ি হয় পৃথিবীর সবচেয়ে ঘনিষ্ট ও আপন “মা” এর কাছ থেকে। মায়ের কাছ থেকে শেখা মাতৃভাষা তাই প্রতিটি সন্তানের জন্যই অতি মধুর। দেশের অন্যতম সেরা ব্র্যান্ড এসিআই পিওর আটা শ্রদ্ধা জানায় সেই মধুর সম্পর্ককে। যেখানে নিদ্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা লিখবে মা’কে নিয়ে তাদের ভাবনা। দেশের ৭টি বিভাগের ৫৬টি স্কুলের ৩য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা দুটি বিভাগে সরাসরি অংশগ্রহণ করবে এই সৃজনশীল লেখা প্রতিযোগিতায়। এছাড়াও দেশের যে কোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ওয়েব পেইজ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ওয়েব পেইজের ঠিকানা : www. matribhashaymaa.com -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।