বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমোহন উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহনে পরীক্ষায় অসধুপায় অবলম্বন ও সহযোগিতার দায়ে মাদ্রাসার কেন্দ্র সচিবসহ ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার আরবী প্রথমপত্র পরীক্ষা চলাকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মাও: জাফর উল্যাহকে নকলে সহযোগিতার দায়ে বহিষ্কার করে উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুল আরিফ। একই সাথে নতুন কেন্দ্র সচিব করা হয়েছে অধ্যক্ষ মাও: রফিকুল ইসলামকে। এছাড়া লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসির গণিত বিষয়ে অসধুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করে বরিশাল শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিম ও এসি-ল্যান্ড। এরা হল লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন ও আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন।
উলিপুরে অভিযুক্ত শিক্ষকদের বহিস্কার না করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুর দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ৫ শিক্ষককের বহিস্কার আদেশ কার্য্যকর না করায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে। গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক পত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেন। অভিযোগ উঠেছে, কেন্দ্র সচিব অভিযুক্ত ঐ শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সহকারী পরিদর্শক মোশারফ হোসেনকে ম্যানেজ করায় বহিস্কার আদেশ কার্য্যকর করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।