বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার লালমোহনে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. ফরিদ উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় সে। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাঙাপোল এলাকার আবুল কালামের ছেলে। ফরিদ এক ছেলে ও এক মেয়ের বাবা। সাইড কন্ট্রাকটর ফখরুল দাবি করেছেন কাজ করতে গিয়েই অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান শ্রমিক ফরিদ উদ্দিন।
দুর্ঘটনায় শ্রমিক নিহতের ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।