Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা বিএনপির অফিস ভাঙচুর

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

লালমোহন (ভোলা) উপজেলা সংবাদদাতা : লালমোহন সদর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আজিজুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ফুলবাগিছা বাজারে এ হামলা চালানো হয়। জানা যায়, লালমোহন ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আজিজুল ইসলাম নির্বাচনী প্রচারণার সময় ফুলবাগিছা বাজারে  সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা তার উপর অতর্কিত এ হামলা চালায়। এতে প্রভাষক আজিজুল ইসলামসহ ৫/৬ জন নেতাকর্মী আহত হয়। ঐ সময় ইউনিয়ন বিএপির অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। হমলায় আহতরা হলেন- বিএনপি নেতা কাশেম হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন পন্ডিত, বিএপি নেতা বশির পন্ডিত, ইউনিয়ন ছাত্রদল নেতা অপু, ইউনিয়র স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অন্যদিকে ধলীগৌর নগর ইউনিয়নের সরকার সমর্থিত প্রার্থী হেদায়েতুল ইসলাম মিন্টু ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।  এতে উভয় পক্ষের অফিস ভাঙচুরসহ ১০/১২ জন নেতাকর্মী আহত হয় বলে জানা যায়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমোহনে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা বিএনপির অফিস ভাঙচুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ