Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০১ এএম

লালমোহন পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনগত রাত দশটার দিকে উত্তর বাজারে কাঠ ও কসাই পট্টি রোডে এ অগ্নিকন্ডেের ঘটনা ঘটে। রাতে হঠাৎ করে দাউ-দাউ করে আগুন জ্বলে উঠলে মানুষ চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য।

এদিকে বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলা থেকে এসে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মহান আল্লাহর রহমতে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। দোকান মালিকরা দাবি করেন আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমোহন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ