Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহন এলজিইডির প্রকৌশলী ফোরকান সিকদারের বিদায় সংবর্ধনা

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ভোলার লালমোহন এলজিইডির উপজেলা প্রকৌশলী জনাব মো. ফোরকান সিকদার এর অবসর জনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল ৪ টায় নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের হলরুমে ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিদায়ী সভায় বিদায়ী অতিথির স্মৃতিচারণ ও শুভ কামনা করে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম, বিদায়ী প্রকৌশলী ফোরকান সিকদার, সহকারী প্রকৌশলী সুমন মুন্সী, সহকারী প্রকৌশলী সুব্রত মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উচ্চমান সহকারী আলমগীর হোসেন, হিসাব রক্ষক মো. ইস্কানদার আলী, হিসাব রক্ষক মো. জসিম উদ্দিন, অফিস সহকারী মজিবুর রহমান সহ উপস্থিত ছিলেন অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে লালমোহন উপজেলা প্রকৌশল অদিদপ্তরের আয়োজনে অত্র দপ্তরের সহকারী প্রকৌশলী আলী রেজা রাজুর সভাপতিত্বে গত সোমবার রাত ৯ টায় অত্র দপ্তরের হলরুমে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ, বিদায়ী প্রকৌশলী মো. ফোরকান সিকদার, চরফ্যাশন উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী দ্রæবলাল দত্ত বনিক, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভোলা জেলা ইনকিলাব সাংবাদিক প্রভাষক মো . জহিরুল হক, মানপত্র পাঠ করেন উপ সহকারী প্রকৌশলী মো. ফিউল আজম, ঠিকাদার সভাপতি ফজলুল হক। উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, আরিফুর রহমান,কার্য সহকারী আল আমিন,হিসাব রক্ষক ফারুক, ফজলুল করিম, ঠিকাদার আহাদুল ইসলাম সুজন,মিজানুর রহমান,আসাদ মেলকার, অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লালমোহন

২২ নভেম্বর, ২০২১
২৯ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ