বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমোহন উপজেলা সংবাদদাতা : ভোলার লালমোহনে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক (বৃদ্ধ) পাগল তার স্ত্রী ফাতেমা বেগম ও ২টি ছাগলকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা ওই পাগলকে আটক করে বেঁধে রাখে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাকলাই বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বৃদ্ধ পাগল আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাকলাই বাড়ির আব্দুর রাজ্জাক দীর্র্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে এলাকায় চলাফেরা করছিল। এ জন্য এলাকাবাসী তাকে পাগল রাজ্জাক বলে ডাকে। এরই মধ্যে কয়েকবার তার স্ত্রীকে গলাটিপে ধরেছিল হত্যার জন্য। গতকাল বুধবার সকালে পাগল রাজ্জাক ঘরে ভাত খেয়ে তার দু’টি ছাগল নিয়ে পাশবর্তী বিলে পাতাবনের কাছে যায়। সেখানে তার সাথে থাকা দুটি ছাগলকে প্রথমে পানিতে চুবিয়ে হত্যা করে। খবর পেয়ে তার স্ত্রী বিবি ফাতেমা বেগম ও তার ভাতিজা বউ জান্নাত ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক তার স্ত্রী বিবি ফাতেমা বেগমকেও পানিতে চুবিয়ে ধরে। এ ঘটনা দেখে সাথে থাকা ভাতিজা বৌ জান্নাত ডাকচিৎকার দিয়ে লোকজন ঝড়ো করে। ততক্ষণে রাজ্জাকের স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।