বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউএনওকে হত্যার হুমকি দিয়ে আল্টিমেটাম দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি একাউন্ট থেকে ইউএনও রাজীব কুমার সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। ওই ঘটনায় গতকাল (শনিবার) ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
‘ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করবো’ এমন একটি স্ট্যাটাস দেয়া হয় তাইজুল ইসলাম নামে এক যুবকের ফেসবুক একাউন্ট থেকে। গত শুক্রবার রাত ১১টার দিকে ফেসবুকের টাইমলাইনে হত্যার হুমকি সম্বলিত স্ট্যাটাসটি দেয়া হয়। বিষয়টি জানার পর শনিবার তদন্ত শুরু করে পুলিশ। বিকেলে মাইজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে হুমকি দেয়া ফেসবুক একাউন্টের যুবক তাইজুল ইসলামকে হাজির করা হয়। কুমুরিয়ারচর গ্রামের আবদুছ ছাত্তারের ছেলে কৃষক তাইজুল ইসলাম ইউএনওকে হুমকি দিয়ে স্ট্যাটাসটি দেয়ার বিষয়টি অস্বীকার করে। সেখানে উপস্থিত ছিলেন থানার ওসি বদরুল আলম খান। পরে ওসি যুবকের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজের জিম্মায় ছেড়ে দেয়। এদিকে ইউএনও রাজীব কুমার সরকারকে হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ইউএনওর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। এর আগেও ইউএনও রাজীব কুমার সরকারকে গত ২৫ জুন ও ৮ জুলাই হত্যার হুমকি দেয়া হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বলেন, হুমকি দেয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। থানার ওসি বদরুল আলম খান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রæত গ্রেফতার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।