Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে ১১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ একজন আটক

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বুড়িচং উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল দুর্ধর্ষ অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এএসএম বদুরুল কবির, থানার এসআই ইমাম হোসেন, এসআই আনিসুজ্জামান, এএসআই শিবু দা সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ১১ ফেব্রæয়ারী সকাল সোয়া ৯ টায় উপজেলা সদরের বুড়িচং মাদরাসা রোডে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালীন সময় সন্দেহ ভাজন একটি প্রাইভেটকার (রেজি:নং ঢাকা মেট্টো-চ-৫৪১১৮৮) আটকপূর্বক তল্লাশী চালিয়ে প্রাইভেটকারের ভিতরে পাট ও প্লাস্টিকের কাগজে মুড়ানো থাকা ১১০ কেজি গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মাইক্রোবাস চালক মো. সুমন মিয়া (২৮) কে আটক করেছে। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য পায় ৮ লক্ষ টাকা। আটককৃত প্রাইভেটকার যার আনুমানিক মূল্য পায় ১৫ লক্ষ টাকা মিলিয়ে ২৩ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে। ধৃত যুবকটি হলো: চান্দিনা উপজেলার ফাঐ গ্রামের মো. আ: হকের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ