Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান আউটের সুযোগ হাতছাড়া করার কষ্ট

সাড়ে ৪শ’র মধ্যে ভারতকে থামিয়ে দেয়ার লক্ষ্য

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, হায়দারাবাদ (ভারত) থেকে : হায়দারাবাদ টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখা হয়েছে। ডিআরএস’র জন্য আছে বাড়তি ক্যামেরা, প্রযুক্তিগত সুবিধা। অথচ, প্রথম দিনে ডিআরএস’র জন্য আপিল করেনি ২ দলের কেউ ! সারা দিন ফিল্ডিং সাইড থেকেই যে আপিল হয়নি। হায়দারাবাদের ফ্লাট উইকেট পেয়ে প্রথম দিনে ছড়ি ঘুরিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তবে এমন একটি দিনেও আফসোস পোড়াচ্ছে বাংলাদেশ দলকে। ব্যক্তিগত ১১ রানের মাথায় ফার্স্ট সিøপে যে ক্যাচ দিয়েছিলেন চেতশ্বর পুজারা, তা হাত থেকে ফসকে যায়নি সাকিব কিংবা মুশফিকুরের। ক্যাচটা পড়েছে তাদের হাতের সামনে, সজাগ থাকলে মুশফিক ডাইভ দিয়ে নিতে পারতেন ক্যাচটি। তবে ওই ক্যাচ হাতছাড়া করা যতোটা না পুড়িয়েছে আক্ষেপে, তার চেয়ে বেশি আক্ষেপে পোড়াচ্ছে মুরালী বিজয়ের দেয়া রান আউটের সুযোগ হাতছাড়া করার কষ্ট। ৩৫ রানের মাথায় মিরাজের বলে শর্ট মিড উইকেটে বল ঠেলে কুইক সিঙ্গল নিতে যেয়ে অবধারিত আউট ভেবে হাফপিচে সিদ্ধান্তহীনতায় ভুগেও শেষ পর্যন্ত গেছেন বেঁচে। শর্ট মিড উইকেট থেকে কামরুল ইসলাম রাববীর থ্রো’ নিয়ে নেই কারো অভিযোগ। তবে বোলিং এন্ডে দাঁড়িয়ে থাকা মিরাজ রাব্বীর থ্রো থেকে আসা বলটি যে হাতেই নিতে পারলেন না। ৩৫ রানে জীবন পেয়ে মুরালী বিজয় ইনিংস টেনে নিয়েছেন ১০৮ রান পর্যন্ত। যে জুটি থামতে পারত ৬৬ রানে, সেই জুটি থেমেছে ১৭৮ রানে, পেয়েছে বোনাস ১১২ রান উপহার!
রান আউটের মহা সুযোগ হাতছাড়া করার কষ্ট তাই পাচ্ছেন তাসকিনওÑ‘ ওই রান আউট হলে প্রথম দিন শেষে তিনটার জায়গায় পাঁচ-ছয়টা উইকেট পড়ে যেতে পারত।’ রান আউটের আক্ষেপ ভুলে নতুনভাবে আজ মনোনিবেশ করার কথা ভাবছেন তাসকিনÑ‘ক্যাচ মিস, রান আউট মিস তো খেলার অংশ। এটা নিয়ে এখন ভেবে লাভ নেই। আজকের (গতকাল) দিনটা শেষ। কাল (আজ) সকালে কিভাবে ভালো শুরু করা যায়, সেটাই এখন চিন্তা করছি। চেষ্টা করব সকালে ভালো একটা শুরু এনে দেয়ার।’
দিনের চতুর্থ বলে ভারত ওপেনারকে বোল্ড আউটে ফিরিয়ে দিয়ে যে উচ্ছ¡াস করেছে বাংলাদেশ দল, দিন শেষে হাসতে পারেনি বাংলাদেশ। তারপরও সমন্বিত বোলিং আক্রমণের কারণে প্রতিপক্ষ প্রত্যাশিত স্কোর করতে পারেনি বলে মনে করছেন তাসকিনÑ‘আমরা প্রতিটা মুহূর্তেই অনেক চেষ্টায় ছিলাম। তিনশ’র মধ্যে এই দিনে ওদেরকে রাখতে পারলে ভালো হতো। তবে ৯০ ওভারে সাড়ে তিনশ (৩৫৬) করেছে ওরা, যা সাড়ে চারশও হতে পারত। আমরা কিন্তু খারাপ বল করিনি। কারণ উইকেটটি ব্যাটিংয়ের জন্য খুব সহজ ছিল।’
তাসকিনের লক্ষ্য এখন একটি, ভারতকে সাড়ে ৪’শর মধ্যে আটকে ফেলাÑ‘এটা আসলে অনেক ভালো উইকেট। তাই কতো রানের মধ্যে ওদেরকে আটকে ফেলব, এটা আমার পক্ষে বলা অনেক কঠিন। আমরা যদি ৪৫০ এর মধ্যে আটকাতে পারি,তাহলে আমাদের জন্য ভালো হবে।’
দিনের প্রথম সেশনে যেখানে ৮৭ রানে থেকেছে সন্তুষ্ট ভারত, সেখানে দিনের অবশিষ্ট ২ সেশনে উঠেছে যথাক্রমে ১২০ ও ১৫০ রান। এর জন্য দায়টা বর্তাবে বাংলাদেশ বোলারদের উপরেই। ভারত ব্যাটসম্যানরা শর্ট বল ভালো খেলে, তা দেখেও শর্ট বলের ছড়াছাড়ি করেছেন কামরুল ইসলাম রাববী এবং তাসকিন। প্রথম দিনে ভুলটা ধরতে পেরেছেন তাসকিনওÑ‘ আমিও শর্ট বল করেছি, রাব্বীও করেছে। যেগুলো হাফ শর্ট ছিল সেগুলো উনারা (ভারত ব্যাটসম্যানরা) ভালো খেলেছেন। লাঞ্চের পর শর্ট বল অনেক সেøা হয়ে গেছে। ডার কারণে আরও সহজভাবে খেলতে পেরেছে তারা। প্রথম দিকে আমি এবং রাব্বি যে বাউন্সারগুলো করেছি সেগুলো ভালো ছিল। শর্টবল আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু প্রয়োগটা আরও একটু ভালো হলে হয়তো আরও ভালো হতো। একদম ফুল করলেও সহজভাবে ড্রাইভ করছে। একদম আদর্শ গুড লেন্থেই বল করতে হবে সব সময়।’ ভারতের বিপক্ষে এই প্রথম তাদের মাটিতে টেস্ট, তাসকিনের জন্য নতুন অভিজ্ঞতা। তবে শিহরিত হয়েও তাসকিন নাম্বার ওয়ান টেস্ট দলের বিপক্ষে বোলিংয়ে করণীয় উপায় বের করেছেনÑ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ধৈর্য নিয়ে বল করতে হবে। যখন বলে সুইং থাকবে না, তখন রিভার্স সুইং করানোর চেষ্টা করতে হবে। ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করাটাই আমাদের পরিকল্পনা ছিল। আমরা যেগুলো ভালো বল করেছি সেগুলো ছেড়ে দিয়েছে। অনেকগুলো এজও হয়েছে। কিন্তু যেগুলো লুজ বল পেয়েছে সবই বাউন্ডারি হয়েছে। তারা বিশ্বের সেরা দল তাতে কোনো সন্দেহ নেই। তারপরও কিন্তু তারা খুব ভালো সামলে নিয়েছে।’
একবার ইনিংস ক্যারি করলে সেই ইনিংসকে অনেক বড় করতে পারেন কোহলী। তাই তাকে আজ দ্রæত থামানোর পরিকল্পনা আছে বাংলাদেশ বোলারদের। তবে তার বিপক্ষে পরিকল্পনা করলেও সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলীর ব্যাটিং দেখে বিস্ময়ে চোখ ছানাবড়া হওয়ার উপক্রম তাসকিনেরÑ‘নি:সন্দেহে সে বিশ্বের অন্যতম একজন ব্যাট ব্যাটসম্যান। ওর বিপক্ষে লুজ বল করে পার পাওয়াটা খুব কঠিন। আামাদের বোলারদের আরও ধারাবাহিকভাবে ভালো বল করার দিকে মনোযোগ দিতে হবে। তার বিপক্ষে ওয়ানডেতে করেছি। আজ আমার ২টি বলকে চার মেরেছেন তিনি। একটা খুব ভাল মেরেছে। আরেকটা হাফ ভলি ছিল অন ড্রাইভ করেছে। লুজ বল দিয়ে পার পাওয়াটা কঠিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ