Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে বিদ্যালয় বিহীন গ্রামে স্কুল প্রতিষ্ঠা এলাকাবাসীর মধ্যে উৎসব

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : বিদ্যালয়বিহীন গ্রাম মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের উত্তর নাজিরপাড়া। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের শত শত ছোট ছোট শিক্ষার্থী ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। এ কারণে অভিভাবকরা থাকেন উদ্বিগ্ন। তাছাড়া গেল কয়েক বছরে ওই এলাকায় নতুন নতুন শিল্প কারখানা হওয়ায় জনবসতির চাপ বেড়েছে কয়েকগুণ। এ সকল সমস্যার কথা এলাকাবাসীর জানিয়েছিলেন স্থানীয় এমপি আলহাজ মো. একাব্বর হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে। সমস্যার কথা শুনে দ্রæত সময়ে তা সমাধানের আশ্বাসও দিয়ে ছিলেন তাঁরা।
উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও তার তিন ভাই মিলে বিদ্যালয়েল জন্য ৩০ শতাংস জমি দান করলে শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া। সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে স্থানীয় এমপি একাব্বর হোসেন নাম অন্তভূক্ত করলে দ্রæত সময়ে শুরু হয় কাজ।
জমি দাতা উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পিতা মীর সাদৎ হোসেনের নামে দক্ষিণ নাজিরপাড়া গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু সরকারি অনুমোদন নয় সাথে নতুন একটি ভবনও নির্মিত হওয়ায় এলাকাবাসীও বেজায় খুশি।
মঙ্গলবার সকালে গোড়াই দক্ষিণ নাজিরপাড়া মীর সাদৎ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুর

২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ