পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
অভিনেত্রী জুডি গারল্যান্ডের (১৯২২-১৯৬৯) তৃতীয় স্বামী সিড লুফ্ট তার লেখা একটি স্মৃতিকথায় লিখেছেন তাদের সময়ের দুই হলিউড তারকা মেরিলিন মনরো (১৯২৬-১৯৬২) এবং তার স্ত্রী খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহচর ছিলেন।
‘জুডি অ্যান্ড আই’ নামের অপ্রকাশিত এই স্মৃতিচারণে তিনি দুই তারকার স্বল্প আলোচিত এই বন্ধুত্বের উল্লেখ করে লিখেছেন ১৯৬২ সালে ওষুধের ওভারডোজে মৃত্যুবরণের আগে মেরিলিন তার স্ত্রী গারল্যান্ডের কাছে পরামর্শ চেয়েছিলেন।
লুফ্ট আরো লিখেছেন, মনরোর মৃত্যু তার স্ত্রীকে খুব উদ্বিগ্ন করে তুলেছিল কারণ মেরিলিন যখন দুরারোগ্য অনিদ্রায় ভুগছিলেন তখন সবসময়ই জুডিকে (ছবিতে ডানে) ফোন করতেন। তার বইটিতে ১৯৬৭ সালে ‘লেডিজ হোম জার্নাল’ পত্রিকায় জুডির লেখা মেরিলিনকে নিয়ে একটি প্রবন্ধও অন্তর্ভুক্ত করেছেন। এই প্রবন্ধে মনরোর ভয় জাগানো কিছু আলাপচারিতার উল্লেখ আছে। এই কথোপকথনে জুটি বলছিলেন, “আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। আমি আতঙ্কিত।” সেই সময় মেরিলিন বলেন, “আমরা সবাই আতঙ্কিত হই। আমিও আতঙ্কিত।” মেরিলিন যেন জানতেন জুডি তার অবস্থা বুঝতে পারবে।
জুডি এরপর বলেন, “আমিও হয়তো। তুমি যদি ভয় পাও আমাকে ফোনে ডেকো আর আমার কাছে এসে পড়ো। আমরা সেই ব্যাপারে কথা বলব।” কিন্তু তাদের সেই কথা বলা আর হয়নি।
জুডি আর মেরিলিন দুজনই মাত্রাতিরিক্ত বারবিচুরেট জাতীয় ওষুধ সেবনে মৃত্যুবরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।