Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই ছাত্রীকে মারল ছাত্রলীগ নেত্রী!

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : বরাদ্দ পাওয়া হলের সিটে উঠতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেত্রীর মারধরের শিকার হয়েছেন দুই সাধারণ শিক্ষার্থী। গতকাল (শুক্রবার) দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া দুজন হলেন, বাংলা বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী সুমাইয়া জাহান ও ইতিহাস বিভাগের একই সেশনের শিক্ষার্থী তাজিন আহমেদ। হলে সিট বরাদ্দ পেয়েও ছাত্রলীগের বাধার মুখে তারা এত দিন হলে উঠতে পারেনি। শিক্ষকরা তাদের দু’জনকে হলে তুলে দেয়ার কিছুক্ষণের মধ্যে তাদের মারধর করল ওই ছাত্রলীগ নেত্রী।
এ ঘটনায় অভিযুক্ত মুনতাহা মুহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
মারধরের শিকার শিক্ষার্থী সুমাইয়া জাহান সাংবাদিকদের বলেন, হলে আসন বরাদ্দ পাওয়ার পর গতকাল রুমে উঠি। কিন্তু রুমে গেলে মুনতাহা মুহী আমাদের ছাত্রীসংস্থার কর্মী বলে অপবাদ দিতে থাকে। ‘আমরা ছাত্রীসংস্থার কর্মী নই, সাধারণ শিক্ষার্থী’ এ কথা বললে মুহী প্রথমে গালে চড় মারে। তারপর তার অনুসারী আরও কয়েকজন মিলে আমাদের মারধর করে রুমে আটকে রাখে। পরে হলের প্রভোস্ট ম্যাডাম এসে আমাদের উদ্ধার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ