গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি লাইটার জাহাজকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
তিনি জানান, এম ভি রোকেয়া ওয়াহীদ, এম ভি রিমন, এম ভি ফুলতলা-১, এম ভি সারমিন সাগর, এম টি সিএমএল রাকা-২ লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, চ্যানেলে বড় জাহাজ চলাচলের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং, বে-ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্সের আওতায় এসব জাহাজকে জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।