Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় শিল্পী সংঘে সাংগঠনিক পদে নির্বাচন করছেন শহিদ আলমগীর

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টেলিভিশন শিল্পীদের নিয়ে গঠিত অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সাংগঠনিক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন এ সময়ের আলোচিত অভিনেতা রাইফেল মফিজ খ্যাত শহিদ আলমগীর। তার প্রতিদ্ব›দ্বী হিসেবে আছেন আরেক অভিনেতা লুৎফর রহমান জর্জ। শহিদ আলমগীর বলেন, সময়ের প্রয়োজনে আমি নির্বাচন করছি। মিডিয়ায় এখন এক ধরনের বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বিদেশি সিরিয়াল বন্ধসহ চ্যানেলগুলোতে এজেন্সিভিত্তিক নাটকের প্রভাব নিয়ে ডিরেক্টরস গিল্ডসহ সংগঠনগুলোর সম্মিলিত আন্দোলন চলছে। এ অবস্থায় আমাদের অভিনয় শিল্পীদেরও দায়িত্ব রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের অভিনয় শিল্পীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে অভিনয় শিল্পী সংগঠন কাজ করে আসলেও কিছুটা স্থবির হয়েছিল। এবার সংগঠনটিকে গতিশীল করার জন্য সকলেই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে আমিও শামিল হতে ইচ্ছুক। অভিনয় শিল্পীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে চাই। অভিনয় শিল্পীদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা এবং পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্যে আমি কাজ করতে চাই। এ কারণেই এবারের অভিনয় শিল্পী সংগঠনের নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করছি, সকলের সহযোগিতায় নির্বাচিত নতুন কমিটি মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম, শহীদুল আলম সাচ্চু ও ডি এ তায়েব প্রতিদ্ব›িদ্বতা করছেন। সাধারণ সম্পাদক পদে মীর সাব্বির, সিদ্দিক ও নাসিম প্রতিদ্ব›িদ্বতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ