Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনির টানা ২য় সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম বিভাগ ক্রিকেটে নিজেদের আগের ম্যাচে বাংলাদেশ বয়েজের বিপক্ষে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন ফারদিন হাসান অনি। গতকাল টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন উদয়াচলের এই ব্যাটসম্যান। বিকেএসপি-থ্রিতে তার অনবদ্য ১০৮* রানে ভর করে ওল্ড ডিওএইচএসের (৫০ ওভারে ২১৯/৭) বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে উদয়াচল (৩৯.১ ওভারে ২২০/১)। এ ছাড়া দিনের অন্যান্য ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অগ্রণী ব্যাংকে (৩৫.৫ ওভারে ১১৯/১০) ৮ উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স (১৭.১ ওভারে ১২০/২), ফতুল্লায় রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালকে (৫০ ওভারে ১৫৪/৭) মাত্র এক রানে হারিয়েছে বিকেএসপি (৪৫.৫ ওভারে ১৫৫/১০), ফতুল্লা আউটারে বারিধারা ড্যাজলার্সকে (৪৭.৪ ওভারে ১৭১/১০) সন্দীপ রায়ের (৬/২৩) বোলিংয়ে ৫ উইকেটে হারিয়েছে ট্যালেন্ট হান্ট (৪২.৪ ওভারে ১৭৪/৫) এবং বিকেএসপি-ফোরে বাংলাদেশ বয়েজকে (৪২.৩ ওভারে ১৪৯/১০) ৬৯ রানে হারিয়েছে কাকরাইল বয়েজ ক্লাব (৫০ ওভারে ২১৮/৯)।


স্পোর্টস রিপোর্টার : প্রথম বিভাগ ক্রিকেটে নিজেদের আগের ম্যাচে বাংলাদেশ বয়েজের বিপক্ষে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন ফারদিন হাসান অনি। গতকাল টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন উদয়াচলের এই ব্যাটসম্যান। বিকেএসপি-থ্রিতে তার অনবদ্য ১০৮* রানে ভর করে ওল্ড ডিওএইচএসের (৫০ ওভারে ২১৯/৭) বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে উদয়াচল (৩৯.১ ওভারে ২২০/১)। এ ছাড়া দিনের অন্যান্য ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অগ্রণী ব্যাংকে (৩৫.৫ ওভারে ১১৯/১০) ৮ উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স (১৭.১ ওভারে ১২০/২), ফতুল্লায় রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালকে (৫০ ওভারে ১৫৪/৭) মাত্র এক রানে হারিয়েছে বিকেএসপি (৪৫.৫ ওভারে ১৫৫/১০), ফতুল্লা আউটারে বারিধারা ড্যাজলার্সকে (৪৭.৪ ওভারে ১৭১/১০) সন্দীপ রায়ের (৬/২৩) বোলিংয়ে ৫ উইকেটে হারিয়েছে ট্যালেন্ট হান্ট (৪২.৪ ওভারে ১৭৪/৫) এবং বিকেএসপি-ফোরে বাংলাদেশ বয়েজকে (৪২.৩ ওভারে ১৪৯/১০) ৬৯ রানে হারিয়েছে কাকরাইল বয়েজ ক্লাব (৫০ ওভারে ২১৮/৯)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঞ্চুরি

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ