প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেত্রী দীপা খন্দকার এবং তরুণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রথমবার একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকের নাম ‘হাউজ ওয়াইভস’। এটি নির্মাণ করেছেন আকরাম খান। তবে এই জানুয়ারিতেই ধারাবাহিকটি প্রচারের দিক দিয়ে দু’বছর সময় পার করেছে। দর্শকপ্রিয়তার কারণে ধারাবাহিকটি প্রচার বন্ধ না হয়ে এখনো নিয়মিতই প্রচার হচ্ছে। নাটকটির শুরু থেকেই অভিনয় করছেন তানভীন সুইটি এবং দীপা খন্দকার। তাদের অভিনীত চরিত্রের নাম লাবণ্য এবং রেশমা। তারা দু’জন ক্লাব মেম্বার। লাবণ্য’র বোনের মেয়ে তানিশার চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। সুইটি এবং দীপা গত দু’বছর ধরে অভিনয় করলেও এক বছর আগে নাটকটিতে আগমন ঘটে তানিয়া বৃষ্টির। ধারাবাহিক এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, ‘সবকিছু মিলিয়ে নাটকটিতে কাজ করে বেশ ভালো লাগছে। তাই কাজটি করছি। আমি বর্তমানে এই একটিমাত্র ধারাবাহিকেই কাজ করছি।’ দীপা খন্দকার বলেন, ‘সুইটি আপার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। একই ধারাবাহিকে একসঙ্গে কাজ করাটাও অনেক ভালো লাগার। এই ধারাবাহিকের পুরো ইউনিটই খুব ভালো। গল্পটাও বেশ গুছানো।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘সুইটি আপু এবং দীপা আপু-দু’জনই আমাকে খুব ¯েœহ করেন। তাদের কাছ থেকে নানা সময়ে অভিনয়ের অনেক কিছু সম্পর্কেই ধারণা নিয়ে থাকি। তারাও আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেন। আমি মনে করি, সিনিয়রদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। কারণ তারা অভিজ্ঞ।’ পরিচালক আকরাম খান জানান, প্রতি রবি ও সোমবার রাত ৮.৪৫ মিনিটে মাছরাঙ্গা টিভিতে ধারাবাহিকটি প্রচার হয়। এদিকে তানভীন সুইটি গত সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি প্লাস্টিক প্রস্তুতকারী কোম্পানীর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। তার অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে আবু সাইয়ীদ পরিচালিত ‘বাঁশি’। অন্যদিকে দীপা খন্দকার আল হাজেন পরিচালিত ‘লড়াই’ ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোর এ তারই উপস্থাপনায় মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে। তানিয়া বৃষ্টি সম্প্রতি আপন রানার নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘রেড অ্যালার্ট ফ্যামিলি’তে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন খালিদ হোসেন সম্রাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।