Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাফাত সানি ইস্যুতে কঠোর বিসিবি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পেস বোলার শাহাদত হোসেন রাজিব গৃহকর্মী নির্যাতনে যখন আলোচনায়, তখন জঘন্য অন্যায়কে দেয়নি প্রশ্রয় বিসিবি। বরং কারাভোগের পাশাপাশি সব ধরনের ক্রিকেটে শাহাদত হোসেন রাজিবের উপর নিষেধাজ্ঞাদেশও আরোপ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি। চলচিত্র অভিনেত্রী হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় পেস বোলার রুবেল যখন করেছেন কারাভোগ, তখনো তার উপর কঠোর বিসিবি। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনগতভাবে রুবেলকে বিষয়টি মোকাবেলা করতে হয়েছে বিসিবি’র কঠোর মনোভাবের কারণেই। নারীঘটিত কেলেঙ্কারিতে কোন ক্রিকেটারের জড়িত হওয়ার কোন প্রমাণ পেলে তার উপর কতোটা কঠোর হতে হয়, তার দৃষ্টান্ত রেখে সতর্কবার্তা দিতে সর্বশেষ বিপিএল চলাকালে সাব্বির রহমান রুম্মান এবং আল আমিনকে অর্থ দন্ডে দন্ডিত করেছে বিসিবি ওই দুই ক্রিকেটারকে। সে কারণে পরিবারের অজান্তে নাসরিন সুলতানা নামের এক নারীর দায়েরকৃত মামলায় তথ্য-প্রযুক্তি আইনে আমিনবাজারে নিজের বাসায় গ্রেফতার হয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, বাদি পক্ষের আবেদনে ১ দিনের রিমান্ড মুঞ্জুর হয়েছে ।
ক্রিকেটারদের একটার পর একটা নারীঘটিত কেলেঙ্কারির ঘটনায় বিব্রত বিসিবি। আরাফাত সানি ইস্যুতেও বিসিবি কঠোর বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘ঘটনাটি আমরা শুনেছি। সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। যে ঘটনায় গ্রেফতার হয়েছে, এটা সম্পূর্ণ তার পারিবারিক ব্যাপার। এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের কাজ ক্রিকেট নিয়ে। খেলোয়াড়দের ব্যক্তিগত, পারিবারিক বিষয়গুলো তো আমরা দেখবো না। তারা কোথায় সম্পর্ক করছে, কোথায় বিয়ে করছে এগুলো তো তাদের নিজেদের ব্যাপার। এখানে আমাদের করণীয় কিছুই নেই। সানির পরিবারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। ঘটনাটা পুরো জানলে কিংবা তার পরিবার থেকে যোগাযোগ করা হলে হয়তো বলতে পারবো তার পাশে থাকবো কি না কিংবা আমাদের অবস্থান কী হবে।’
তবে অভিযোগ প্রমাণিত হলে আরাফাত সানিকে বিসিবি’র শাস্তির মুখে পড়তে হবে, সে অবস্থানের কথাই মনে করিয়ে দিয়েছেন জালাল ইউনুসÑ ‘শৃঙ্খলার বিষয়ে বিসিবি সব সময়ই কঠোর। বিসিবি প্রেসিডেন্ট এসব বিষয়ে কখনোই ছাড় দেন না। সানি যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর যদি অপরাধী না হয়, অবশ্যই সে বিসিবিকে পাশে পাবে।’



 

Show all comments
  • লিয়াকত বিন নূর আসাদ ২৩ জানুয়ারি, ২০১৭, ১১:১৮ এএম says : 0
    asol gotona ber kore anun.sottkarer dosike sasti din tobe niroporadi k noi.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরাফাত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ