পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুরআন খতম, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী। গতকাল সোমবার রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবরে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন ছাড়াও রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি নিয়ে বলেন, যে সার্চ কমিটি উপস্থাপন করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী ইচ্ছারই প্রতিফলন হচ্ছে। আমরা আগেও বলেছিলাম, মুজিব কোর্টের মানুষরাই এর দায়িত্ব পাবে। এটি শুধু রিহার্সাল চলছে। যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিলেন সেইরকম আরেকটি কমিশন গঠন করছেন তারা। এ সময় বিএনপির আব্দুস সালাম, মীর সরফত আলী সপু, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আনু মোহাম্মাদ শামীম, সাইফুল ইসলাম ফিরোজ, সর্দার নূরুজ্জামান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন। ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি: মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। গতকাল বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর ইউট্যাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. গোলাম হাফিজ কেনেডি, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, প্রফেসর ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। খাবার বিতরণ: দিনটি উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত, পথশিশুদের মাখে খাবার ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোর্শেদ হাসান খানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব মো. আমিনুল হক, জেডআরএফের কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে রাজধানীতে দারুসসালাম থানা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজু, সাবেক কমিশনার মাসুদ খান। বগুড়া ব্যুরো জানায়, আরাফাত রহমান কোকোর গ্রামের বাড়ি গাবতলীর বাগবাড়ীর ‘জিয়া বাড়ী’- প্রাঙ্গনে কোরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত, অসহায় দুঃস্থদের মাঝে খাবার এবং গাবতলী-বাগবাড়ী এলাকার বিভিন্ন মসজিদ-মাদরাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের অর্থ বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন। জিয়া পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন ও গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।