Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাফাত সানির বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা টাইটান্স : ৪৪/১০ (১০.৪ ওভারে), রংপুর রাইডার্স : ৪৫/১ (৮.০ ওভারে), ফল : রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী।
শামীম চৌধুরী : এ কোন আরাফাত সানি? অ্যাকশন শুধরে, আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছেন, রংপুর রাইডার্সের পক্ষ থেকে দেয়া হয়েছিল এ পূর্বাভাস। কিন্তু কল্পনার চেয়েও যে ভয়ংকর আরাফাত সানিকে দেখেছে গতকাল বিশ্ব! ১৬ বলের বোলিং ইনিংসে কোন রান না দিয়ে তিন তিনটি শিকার (২.৪-২-০-৩)! ভাবা যায়? টি-২০ ম্যাচের স্কোর শিটে ডট বলও থাকে লেখা। কিন্তু বাংলাদেশের ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের সব ক’টি বল ডট, এমন ইতিহাস এবারই প্রথম দেখল বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা। সবচেয়ে হিসেবে বোলিংয়ে সাফল্য, ৩ উইকেটÑ এমন বোলিংয়ে বিশ্ব রেকর্ড হয়ে গেছে আরাফাত সানির। আরাফাত সানির বিশ্বরেকর্ড ম্যাচে বিপিএল’র লোয়েস্ট স্কোরের লজ্জা (৪৫/১০)খুলনা টাইটান্সকে দিয়ে, ৭০ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স।
আন্তর্জাতিক টি-২০তে রানহীন একাধিক উইকেট আছে কুলাসাকেরার। ২০১৪ সালেচট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ বলের সেই ইনিংসে ২ উইকেট এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ইকোনমি রেট। টুয়েন্টি-২০ ক্রিকেটে সেখানে এতোদিন ইনিংসে ৩ উইকেটে সেরা স্ট্রাইক রেট ছিল বাঁ হাতি স্পিনার দিনুকা হিতিয়ারাচির (০.৫-০-০-৩)। ২০০৭ সালে কলোম্বোর ব্লুমফিল্ডে চিলাও’র হয়ে বার্গারের বিপক্ষে ৫ বলের ওই ইনিংসে ৩টি শিকারে উড়েছেন হাওয়ায় ওই বাঁ হাতি স্পিনার। রানহীন একাধিক উইকেট টুয়েন্টি-২০তে আছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না (০.৩-০-০-২) এবং এ বছর ওভালে সারের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে অফ স্পিনার হাসান রাজার (০.৩-০-০-২)। তবে ১২ বলের বেশি বলের ইনিংসে রানহীন উইকেটে বিশ্বরেকর্ড আরাফাত সানিরই!
প্রথম স্পেলটি এই বাঁ হাতি স্পিনারের উইকেটহীনÑ এক ওভারের ওই স্পেলে প্রথম ৪টি বলে মজিদ নিতে পারেননি রান, ৫ম বলে রান আউট, ৬ষ্ঠ বলে লেগ বাই সিঙ্গল! ইনিংসের তৃতীয় ওভারে খুলনা টাইটান্সকে ওভাবে আটকে রাখায় নিজেও হয়েছেন হতভম্ব আরাফাত! নবম ওভারের প্রথম বলে আরিফুল, ৫ম বলে জুনায়েদকে শিকার করেছেন রানহীন! একাদশ ওভারের ৪র্থ বলে মোহাম্মদ আসগরকে করেছেন বোল্ড!
জানেন, টুয়েন্টি-২০তে নিজের এই বিশ্বরেকর্ড ইনিংসের দিনে বিপিএল ইতিহাসে খুলনা টাইটান্সকে দিয়েছেন আরাফাত সর্বনিম্ন স্কোরের লজ্জা (৪৪/১০)। মাত্র ৬৪ বলে অল আউট খুলনা টাইটান্স! খেলেছে দলটি সর্বমোট ৫৬ মিনিট! শুরুটা করেছিলেন আফ্রিদি (৩-০-১২-৪), শেষটা আরাফাত সানি (২.৪-০-০-৩)! বিপিএলএ এর আগে সর্বনিম্ন ৫৮/১০ স্কোর ছিল বরিশাল বুলসের, গত বছর সিলেট সুপার স্টারসের বিপক্ষে বরিশাল বুলসের সেই বিধ্বস্ত চিত্রও হার মেনেছে গতকাল। টুয়েন্টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন স্কোর এখনো ত্রিপুরার-ঝাড়খ-ের বিপক্ষে ২০০৯ সালে ধানবাদে ৩০ রানে অল আউট তারা। ৩৯ রানে শ্রীলংকার কাছে অল আউটের অপবাদ আছে নেদারল্যান্ডসের, ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে। এই স্কোরটি বোল্যান্ড এবং আসামের সাথে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন। বাংলাদেশের ঘরোয়া টুয়েন্টি-২০ ক্রিকেটে এর আগে টুয়েন্টি-২০তে সর্বনিম্ন স্কোরের অপবাদটি ছিল মোহামেডানের, সিলেটে অনুষ্ঠিত বিজয় দিবস টুয়েন্টি-২০তে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৫ রানের সেই ইনিংসের লজ্জাকে ছাড়িয়ে গেছে গতকাল খুলনা টাইটান্স।
৬৪ বলে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অল আউট করে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে জিততে খেলতে হয়েছে মাত্র ৫০ বল! চিটাগাং ভাইকিংসের পর খুলনা টাইটান্স ধরাশায়ী রংপুর রাইডার্সের স্পিন ত্রয়ীর পর পর ২ ম্যাচে ৯ উইকেটে জয়!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরাফাত সানির বিশ্বরেকর্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ