Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মতুষ্টির কিছু দেখছেন না তাসকিন দু’দলের সম্ভাবনা ফিফটি ফিফটি

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দলের তিন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল, মুমিনুল, মুশফিকুরের ইনজুরিতে কপালে দূর্ভাবনার ভাঁজই পড়ার কথা টিম ম্যানেজমেন্টের। জোড়াতালি দিয়ে একাদশ নামিয়ে সেই দলের কাছে ওয়েলিংটন টেস্টে খুব বেশি কিছু আশা করেনি টিম ম্যানেজমেন্টও। এমন একটা দলের কাছে প্রথম ইনিংসের স্কোর ২৮৯, তা নিয়েই সন্তুষ্ট থাকার কথা বাংলাদেশ দলের। অথচ এই পুঁজিতেই প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল! দ্বিতীয় দিনে বোলারদের সমন্বিত বোলিং, তিন ওভারের শেষ স্পেলে (৩-০-৮-৩) সাকিবের ভয়ংকর রূপ এখন সে স্বপ্নই দেখাচ্ছে বাংলাদেশ দলকে। তবে ওয়েলিংটন টেস্টে এই দু’দিনের পারফরমেন্সে আত্মতুষ্টির কিছুই দেখছেন না পেস বোলার তাসকিনÑ ‘২৬০ রানে ওদের ৭ উইকেট পড়েছে। এতে খুশির কিছু নেই। এখনও অনেক বাকি।’
পর পর ২ দিনের পারফরমেন্সের ধারাবাহিকতায় আজও দারুণ একটি দিনের ছক আঁকছে বাংলাদেশ দল। সেই পরিকল্পনার কথাই জানিয়েছেন তাসকিনÑ ‘কাল (আজ) সকালে ওদেরকে যত কম রানে সম্ভব গুটিয়ে ফেলার চেষ্টা করবো। তারপর ওদের সামনে ভাল একটা লক্ষ্য দেয়ার দায়িত্বটা নিতে হবে আমাদের ব্যাটসম্যানদের।’
এই পরিকল্পনা অক্ষরে অক্ষরে পালন করতে পারলে ওয়েলিংটন টেস্টে জয় অসম্ভব নয় বলে মনে করছেন তাসকিনÑ ‘আমাদের জেতার সামর্থ্যও আছে। এর আগে এমন পরিস্থিতি পড়ে আমরা জিতে দেখিয়েছি। তা হয়তো দেশে পেরেছি, এখন এখানেও তা সম্ভব। আমাদের সেই স্কিল আছে। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে জিততেও পারি।’
দূর্দান্তভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ সাকিবের একটি স্পেলে। তাই কৃতিত্বটা দিচ্ছেন তাসকিন এই বাঁ হাতি স্পিনারকেÑ ‘ওনার কাছে এমন বোলিং স্বাভাবিকই। তিনি বাংলাদেশের সেরা বোলার। কোনো সন্দেহ নেই, তিনি ক্রিকেটেরই অন্যতম সেরা বোলার। তিনি যে কোনো কিছু করে ফেলতে পারেন। তার এই বোলিংই আমাদের অনেক বড় উপকারে এসেছে। টেস্ট খেলাটা ছন্দের ব্যাপার। যখন ছন্দ আসে, তখন তা ধরতে হয়। আমরা ধরতে পেরেছি, খুব ভালো হয়েছে আমাদের জন্য।’
একটা বোলিং ইউনিট হিসেবে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ বোলিং করেছে বলে মনে করছেন তাসকিনÑ ‘উইকেটে আহামরি কিছু নেই। আমার মনে হয় এটা স্পোর্টিং উইকেট। এই উইকেটে আজ আমরা সবাই ভাল বল করেছি। সবাই লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী বল করেছে। আমি আর রুবেল ভাই গতিতে বল করেছি। সুইংও পেয়েছি। আমার বলে ক্যাচ পড়েছে। তা নিয়ে হতাশ নই। বিশ্বাস করি, যেদিন আমার দিন হবে, সেদিন আর ক্যাচ পড়বে না। আমি হয়ত ৬/৭ উইকেট পেয়ে যাব।’
ক্রাইস্টচার্চ টেস্টে এখন দু’দল সমান-সমান অবস্থানে দাঁড়িয়ে বলে মনে করছেন কিউই ওপেনার টম ল্যাথামÑ ‘টেস্ট ম্যাচটি এখন সমান অবস্থানে দাঁড়িয়ে। আগামীকালকের (আজ) সকালটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। ক্রিজে এখনও নিকলসনের মতো একজন ভালো ব্যাটসম্যান আছেন। যিনি ইতোমধ্যে দারুণ ব্যাটিংয়ে ফিফটি করেছেন। যদি আমরা টেল এন্ডারদের নিয়ে কিছু পার্টনারশিপ করতে পারি, তাহলে ছন্দটা ফিরে পাব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফটি

২৩ জানুয়ারি, ২০২২
১ অক্টোবর, ২০২১
৫ ফেব্রুয়ারি, ২০২১
২৮ অক্টোবর, ২০১৯
১৩ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ