Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশফিকের ঝড়ো ফিফটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পাওয়ার মিশনে বেশ ভালোই প্রস্তুতি হলো মুশফিকুর রহিমের। এইচপির বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয়টিতেও পেলেন ফিফটি। এদিন সময়ের চাহিদা মিটিয়ে আবার আরও আগ্রাসী মেজাজে দেখা গেল তাকে। মুশফিকের রান পাওয়ার দিন অবশ্য সেঞ্চুরিতে রাঙিয়েছেন মুমিনুল হক। ফিফটি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটেও।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই তিনজনের ঝলকে বিসিবি এইচপির বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। ১২১ বলে দলের হয়ে সর্বোচ্চ ১২৮ রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। ৫৪ বলে ৬২ করেছেন মুশফিক। এর আগে ওপেন করতে নেমে ৮৫ বলে ৬৭ করে যান শান্ত।
টস জিতে আগে ব্যাট করতে গিয়ে দুই বাঁহাতি শান্ত-মুমিনুলের ঝলকে দারুণ শুরু পায় ‘এ’ দল। রানে ভরা উইকেটের ফায়দা তুলতে থাকেন তারা। ফিফটি তুলে দুজনেই এগুচ্ছিলেন বড় রানের দিকে। ১৫৪ রানে গিয়ে ভাঙ্গে ওপেনিং জুটি। ৮৫ বলে ৬৭ করে থামেন শান্ত। ইনিংসের তখন ৩০তম ওভারে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেতে তিন নম্বরে নামেন মুশফিক। এদিনও বড় নজর ছিল তার দিকেই। ক্রিজে গিয়ে প্রথমে কিছু সময় লেগেছে তার। প্রথম ১৭ বলে করেন ৮ রান। এরপর হাত খুলতে মারতে থাকেন তিনি। অর্থাৎ বাকি ৩৭ বলেই এনেছেন ৫৪ রান। ওয়ানডেতে প্রস্তুতি নিলেও মুশফিকের মাথায় নিশ্চয়ই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্লগ সুইপ, র‌্যাম্প শট তাই খেলতে দেখা গেছে তাকে। জড়তা কাটিয়ে আভাস দিয়েছেন ছন্দে ফেরার।
অপর পাশে মুমিনুল ছিলেন সাবলীল। ১০৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বিপ্লবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১২৮ রান। মুশফিকও দ্রুত রান বাড়ানোর নেশায় কাটা পরেন রেজাউর রহমান রাজার বলে। ‘এ’ দলের রান তিনশো ছাড়াতে ভূমিকা রেখেছেন মোহাম্মদ মিঠুনও। ১৫ বলে ২৫ রানের একটি ক্যামিও খেলেছেন তিনি। এইচপির হয়ে ৪২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রাজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝড়ো ফিফটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ