Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৪ ফিফটিতে শ্রীলঙ্কার রানপাহাড়

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে ইংল্যান্ডের বেরসিক বৃষ্টি। ৫ ম্যাচের প্রথমটি শ্বাসরুদ্ধকর টাই, দ্বিতীয়টি ইংল্যান্ড জিতে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে, বেশ ক’বারের বাধায় তৃতীয় ম্যাচটি হতেই দেয়নি বৃষ্টি। গতকাল চতুর্থ ম্যাচেও খেল দেখিয়েছে ইংল্যান্ডের গ্রীষ্মকাল। আকাশের ভাবগতি ভালো না দেখে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দুই পরস্ত বৃষ্টিতে ওভালের ম্যাচটিই পরিণত হয় ৪২ ওভারে। তাতেই যেন তেতে ওঠে সফরকারীদের ব্যাট। টানা চারটি ফিফটিতে তিনশ পার করেছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল (৩০৫/৫)। দলীয় মাত্র ৮ রানে পেরেরাকে হারিয়ে শুরু করা লঙ্কান ব্যাটিং ধ্বস থামান নবাগত গুনাতিলকা (৬২)। অভিজ্ঞতা ভরা হাতে তাকে সঙ্গ দেন মেন্ডিস (৭৭)। পরে চান্দিমালকে (৬৩) সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে বড় ভিত গড়ে দেন অধিনায়ক ম্যাথুজ (৬৭*)। শেষ দিকে ১০ বলে ১৯ রান নিয়ে অপরাজিত থাকা সানাকাও দেখিয়েছিলেন ব্যাটিং দক্ষতা। আর তাতেই নিজেদের তৃতীয় সর্বোচ্চ গড়ে রান তোলে শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে পাওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে (রিপোর্টটি লেখা পর্যন্ত) ৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৮ রান তোলে ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ ফিফটিতে শ্রীলঙ্কার রানপাহাড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ