Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃথা গেল তামিমের

ব্যক-টু-ব্যাক ফিফটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই পেয়েছিলেন ফিফটি। তবে খুলনা টাইগার্সের কাছে হেরে বসে দল। দ্বিতীয় ম্যাচেও হাসল তামিম ইকবালের ব্যাট। তবে বৃথা গেল তার লড়াকু ফিফটি। এবার মিনিস্টার গ্রুপ ঢাকাকে বিপিএলে দ্বিতীয় হারের লজ্জা দিয়ে প্রথম জয়ের স্বাদ পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল সন্ধ্যার ম্যাচে মাহমুদউল্লাহর ঢাকার হারটি ৩০ রানের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬১ রান তোলে চট্টগ্রাম। জবাবে এক বল আগেই মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় তারকাসমৃদ্ধ ঢাকা।
হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কেনার লুইসকে হারানো চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন উইল জ্যাকস। বিশাল দুটি ছক্কায় ২৪ বলে ৪১ রান করেন ইংলিশ ব্যাটসম্যান। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সাব্বির রহমান করেন ১৭ বলে ২৯। প্রথম ম্যাচে চট্টগ্রামের ব্যাটিং নায়ক হাওয়েলের ব্যাট থেকে এবার আসে ৩ ছক্কায় ১৯ বলে ৩৭। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেন ২৫ বলে ২৫ রানের ধীর ইনিংস। তাতেই লড়াকু পূঁজি পায় আগের দিন সাকিব আল হাসানের বরিশালের কাছে হেরে যাওয়া দলটি। ৩ ওভারে ৪২ রান, অভিজ্ঞ একজন বোলারের জন্য বিব্রতকরই বটেই। প্রথম ম্যাচের সেই ধাক্কা সামলে এদিন দারুণ বোলিং করেছেন রুবেল হোসেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে রুবেলের শিকার ৩ উইকেট। প্রথম ৩ ওভারে মাত্র ১২ রান দিয়েছিলেন তিনি। দুটি ক্যাচ না পড়লে উইকেটসংখ্যা বাড়তে পারতো।
জবাবে ব্যাট করতে নেমে তামিমের ব্যাটে ছড়ো সূচনা পায় ঢাকাও। ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রানে আউট হবার পর বাকিদের নিবেদনের ঘাটতি জয় পেতে দেয়নি মাহমুদউল্লাহর দলকে। দুই অঙ্কে পৌঁছেই বিদায় নিয়েছেন মোহাম্মদ শাহজাদ (১০), আন্দ্রে রাসেল (১২), শুভাগত হোম (১৩), ইসরু উদানারা (১৬)। ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তবে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকারী নাসুম আহমেদ হয়েছেন ম্যাচসেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যক-টু-ব্যাক ফিফটি

২৩ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ