Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃথা গেল ফারজানার ইতিহাসগড়া ফিফটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০২ এএম

কখনও হালকা বৃষ্টি, কখনও একটু ভারী। টানা বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি। অনেক অপেক্ষার পর যখন থামল বৃষ্টি, শুরু হলো ফারজানা হক ও শামিমা সুলতানার দুর্দান্ত ব্যাটিং। কিন্তু দারুণ শুরুর পর ঠিক আগের ম্যাচের মতোই দিক হারাল ব্যাটিং। তাতেই আশার মৃত্যু। দক্ষিণ আফ্রিকার পর এবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। মেয়েদের ক্রিকেটে বিশ্বের শীর্ষ দলগুলির একটি নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে এটি।
গতকাল ডানেডিনে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ঝড়ো শুরুর পরও বাংলাদেশ আটকে যায় ১৪০ রানে। ফারজানা উপহার দেন বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ফিফটি। রান তাড়ায় নিউজিল্যান্ড জিতে যায় ৪২ বল বাকি রেখে। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে খেলতে নেমে সুজি বেটস অপরাজিত থাকেন ৬৮ বলে ৭৯ রান করে। বিশ্বকাপে দুই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় হার এটি, নিউজিল্যান্ডের প্রথম জয়।
তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, ডানেডিনের আবহাওয়া একদম খেলার জন্য উপযুক্ত ছিল না। ম্যাচের মধ্যে ফিল্ডারদের নিরাপত্তার কথা ভাবতে হয়েছে তাদের। খেলাটা এত একপেশে হয়েছে মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ছিল ভারি বৃষ্টি। কিন্তু আম্পায়াররা ম্যাচ বন্ধ করেননি, ‘আমাদের যে সংগ্রহ ছিল বোর্ডে। সেটা খুবই ভাল ছিল। দ্বিতীয় ইনিংসে কন্ডিশন অনেক ভিন্ন ছিল। বৃষ্টি ছিল অনেক বেশি ছিল। আবহাওয়া খেলার মতো ছিল না। আমরা খেলেছি ওই অবস্থায়। বোলাররা ডিফিকাল্টিজ ফেইস করেছে ওই জায়গায়। এমনকি যারা আউটফিল্ডে ফিল্ড করেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বল দেখতেও সমস্যা হয়েছে। এইজন্য বোলারদের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটাররাও অবশ্য ভাল খেলেছে।’
নিগার জানান, প্রতিকূল আবহাওয়ার জন্য ফিল্ডারদের সতর্ক রেখে ম্যাচ চালানোর চিন্তা করতে হয়েছে তাদের, ‘আমার খেলোয়াড়রা সেইফ থাকলে বাকি ম্যাচ তাদের নিয়ে খেলতে পারব। আপনারা বলতে পারেন এটা একটা অজুহাত বলতে পারেন যে প্রথম ইনিংস যখন ছিল তখনও তো বৃষ্টি ছিল। তখন বৃষ্টি এত ভারি ছিল না। আমরা যখন ফিল্ডিং করছিলাম তখন বৃষ্টিটা অনেক ভারি ছিল। আমরা খুব সীমিত পরিসরের খেলোয়াড় নিয়ে এসেছি। কোন একটা খেলোয়াড় যদি চোটে পড়ে তাহলে বাংলাদেশ থেকে কোন প্লেয়ার এনে দশ দিনের কোয়ারেন্টিনের ব্যাপার থাকে। এরকম করতে গেলে টুর্নামেন্টই শেষ হয়ে যাবে।’
বৃষ্টির মধ্যে খেলা চালানো নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেও সুরাহা হয়নি। নিগার জানান তারা বিষয়টি ম্যাচ রেফারির নজরে আনবেন।
তবে কেবল আবহাওয়ার দায় দিলেও বাস্তবতা ধরা দেয় না। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে গিয়ে বাংলাদেশ পেয়েছিল দারুণ শুরু। প্রথম ৬ ওভারে এসেছিল ৪৫ রান। ৯ ওভারে প্রথম উইকেট পড়ে ৫৯ রান। এত ভালো শুরু পরে আর ক্যারি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। নিগার জানান এই জায়গায় তিনি নিজেও দায়িত্ব নিতে পারেননি, ‘গত দুই ম্যাচে ওপেনাররা খুব ভালো শুরু দিয়েছে। প্রথমে কিন্তু আমরা কনসার্ন থাকি প্রথম ১০ ওভারে নতুন বলটা সামলানো নিয়ে। সেখানে ভালোভাবে সারভাইব করেছি। কিন্তু পরের ব্যাটারগুলো ক্যারি করতে পারছে না। কিন্তু এই ব্যাটাররাই ব্যাটিং করে আসছে। নাম যদি মেনশন করি যেমন রুমানা আহমেদ আছেন বা আরও যারা আছেন। সামহাউ এই জায়গায় কলাপ্স করেছে। পরের ম্যাচগুলোতে এখানে আমরা ওভারকাম করব। আমি নিজেও দায়িত্ব নিয়ে খেলতে পারিনি। আশা করি জায়গায় কাজ করে পরের ম্যাচে ভালোভাবে ফিরব।’ ১৪ মার্চ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃথা গেল ফারজানার ইতিহাসগড়া ফিফটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ