প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাবা ছিলেন বিশ্বের শীর্ষ এক গায়ক, কন্যাই বা বিনোদন জগত থেকে দূরে থাকবেন কেন? পরলোকগত কিং অফ পপ মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন অভিনয়ে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আর এজন্য তিনি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করাও শুরু করে দিয়েছেন।
নতুন টিভি সিরিজ ‘স্টার’-এ অভিনয়ের সুযোগ খোঁজার জন্য তিনি পরিচালক লি ড্যানিয়েলসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবরে প্রকাশ।
ড্যানিয়েলস প্যারিসের সঙ্গে তোলা তার একটি ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন : “যখন প্যারিস আমার কাছে এসেছিল... কথা বলেছি, কথা বলেছে কথা বলেছে।”
ড্যানিয়েলস তাকে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন এবং প্যারিস তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানা গেছে।
শুধু তাই নয় একাধিক মডেলিং এজেন্সি থেকেই প্যারিসের কাছে প্রস্তাব এসেছে এবং অচিরেই তাকে তিনটি প্রধান ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদে দেখা যাবে। এছাড়া তিনি বেশ কিছু পণ্যের জন্যও মডেল হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।