নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ওয়ানডে কিংবা টি-২০’র সৌম্য’র সঙ্গে টেস্টের সৌম্য সরকারকে মেলাতে পারেননি দর্শক কিছুদিন আগেও। ২০১৫’র এপ্রিলে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২ ইনিংসে নামতা গুনে ৩৩ করে রান, সে বছরের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায় ৩৭ রানের ইনিংসে টেস্টে টিকে থাকাই দায়। ৭ এবং ৬ নম্বরে ব্যাটিংয়ে ৩ টেস্টে ১০৭ রানে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। সেই সৌম্য দেড় বছর পর টেস্টে ফিরলেন, ইমরুল কায়েসের ইনজুরিতে টেস্টে ফিরে পেলেন পছন্দের পজিশন ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগ। সেই সুযোগেরই সদ্বব্যহার করেছেন ক্রাইস্টচার্চে। টি-২০ সিরিজের শেষ ২টি ম্যাচে ৩৯ এবং ৪২ রানের দু’টি ইনিংসে ফিরেছেন ফর্মে, ছন্দটা প্রত্যাবর্তন টেস্টে পেয়েছেন আরো। গেল বছর, ওয়ানডে, টি-২০Ñকোন ভার্সনের ক্রিকেটে নেই কোন ফিফটিÑসেই সৌম্য দেড় বছর পর প্রত্যাবর্তন টেস্টে পেয়েছেন ফিফটির দেখা। ইতিবাচক ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির ইনিংসে ৩য় উইকেট জুটিতে সাকিবকে নিয়ে ১২৭ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। তবে সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে ১৩ রানের জন্য তা হাতছাড়া করায় কষ্টটা ভালই পেয়েছেন এই টপ অর্ডারÑ ‘ইনিংসটি বড় করতে পারলে আমার মতো দলেরও লাভ হতো। আমি আউট না হলে সাকিব ভাই, সাব্বিরও আউট হতো না। আমি থাকলে দলের রান আরও বেশি হতো। প্রথমবার ওপেন করে চেয়েছি বড় ইনিংস খেলতে। ইনিংসটি যদি বড় করতে পারতম, আরেকটু কষ্ট করে থাকতাম, তাহলে নিজের জন্য ভালো হতো। দলের জন্য আরও ভালো হতো।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থেকেও পাননি খেলার সুযোগ। সেই কষ্টটা রেখেছিলেন পুষে। সুযোগ পেলে তা সদ্বব্যহার করবেন, এটাই ছিল পন। ইমরুলের শূন্যস্থান পূরণে সে চেষ্টাই করেছেন বলে জানিয়েছেন সৌম্যÑ ‘ওপেনিংয়ে খেলতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। কিন্তু ওপেনিংয়ে ইমরুল ভাই ও তামিম ভাই অনেক ভালো খেলছিলেন বলে সুযোগ ছিল না। ভেবেছিলাম যখনই সুযোগ পাব, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। ইমরুল ভাইয়ের ইনজুরিতে সুযোগটা যখন পেয়েছি, তখন চেয়েছি সুযোগটা কাজে লাগাতে।’
রান না পাওয়ায় যে হতাশা ছিল সঙ্গী, সেঞ্চুরি হাতছাড়া করেও অবশেষে সেই হতাশা কাটাতে পেরেছেন বলে মনে করছেন সৌম্যÑ ‘যে কোনো ফরমেটের ক্রিকেই হোক না কেন, আমার একটা বড় স্কোর দরকার ছিল। তা হয়েছে। তারপরও আমি সন্তুষ্ট নই।’
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন পার করতে পারেনি বাংলাদেশ দল। তবে ২ টেস্ট ডেব্যুটেন্ট নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহানের ব্যাটিং উপভোগ করেছেন সৌম্যÑ ‘টেস্ট অভিষেকে সোহান ও শান্ত অনেক ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলাররা যেভাবে আক্রমণ করেছে, তা সামলানো আসলেই কঠিন ছিল।’
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের উইকেট বাংলাদেশ বোলারদেরও উৎসাহিত করবে বলে বিশ্বাস সৌম্য’র। নিউজিল্যান্ড বোলারদের অনুসরণ করে বোলারদের প্রতি সে বার্তাই দিতে চান সৌম্যÑ ‘উইকেটে ঠিকমতো বল ফেলতে হবে। উইকেটের এমন একটি জায়গা আছে যেখানে বল করলে বল খুব টার্ন পায়। সেখানে বল ফেলতে হবে। তাহলে ১০ উইকেট পাওয়া সম্ভব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।