Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির নাটক বহ্নি বিসর্জন ব-দ্বীপ

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সৃষ্টিসম্ভার থেকে নির্বাচিত তিনটি বিস্ময়কর সৃষ্টিকর্মের সংশ্লেষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে নতুন নাাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’। নাট-মÐল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করবে বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল কবির। সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ ও ‘নিষিদ্ধ লোবান’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অবলম্বনে আবহমান ইতিহাসের ধারায় বাঙালির রাষ্ট্র নির্মাণের আখ্যান পরিবেশিত হবে নাটকটির মাধ্যমে। এই নাট্যের বুনন ও বিন্যাসে প্রথমেই গৃহীত হয়েছে সৈয়দ হকের কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’, নাট্যের দ্বিতীয় বুননশীল উপাদান হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ আদিগন্ত প্রেক্ষাপট উন্মোচন করে সৈয়দ হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং তৃতীয় বুননশীল উপাদান হিসেবে এসেছে সব্যসাচীর আরেক কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া’। নাটকটির আখ্যান সংযোজনায় শাহমান মৈশান, অভিনয়-উদ্দীপনায় ড. ইসরাফিল শাহীন ও সাইদুর রহমান লিপন, মঞ্চ আলোক এবং দ্রব্যসম্ভার পরিকল্পনায় আশিক রহমান লিয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ