নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : বøাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা হাতছাড়া করেছে গতবারের চ্যাম্পিয়ন স্বাগতিক চট্টগ্রাম। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৭ উইকেটে হেরে গেছে সমুদ্রকন্যা কক্সবাজারের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ৭ উইকেটে করা ১৬২ রানের জবাবে ১৮.৪ ওভারেই কক্সবাজারকে জয়ের বন্দরে পৌঁছে দেন জোবায়ের (৬৩) নজরুল (৩৫)। ফাইনাল সেরার পুরস্কার উঠেছে জোবায়েরের হাতে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ও বিসিবি’র সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীন। স্পন্সর প্রতিষ্ঠান নিয়াজ মোর্শেদ এলিট, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম চৌধুরী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো থেকে খেলোয়াড় বাছাই শেষে বাংলাদেশ জাতীয় বøাইন্ড ক্রিকেট দল গঠন করে দলটি চলতি মাসে কোলকাতা টি-২০ ক্রিকেটে অংশ নেবে। চার দিনব্যাপী এ টুর্নামেন্টে চট্টগ্রাম, কক্সবাজারসহ গতবারের রানার্সআপ যশোর, ঢাকা, নরসিংদী ও রাজশাহী এই ছয়টি দলকে নিয়ে গত ১২ জানুয়ারি টুর্নামেন্টটি শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।