নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : টানা তিনদিন কতৃত্ব নিয়ে খেলে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে ছিল বাংলাদেশ দল। চতুর্থ দিনের শেষ আধ ঘণ্টায় হয়েছে ছন্দপতন। ইমরুল কায়েস আহত হয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যাওয়ার পরই দৃশ্যপটে পরিবর্তন। চতুর্থ দিন শেষে বাংলাদেশ দল এগিয়ে ১২২ রানে। তবে শেষ আধ ঘণ্টায় ৩ উইকেট হারানোয় ভর করেছে শঙ্কা । তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে চায় বাংলাদেশ দল। সেই হুংকার দিয়েছেন টেস্ট অভিষিক্ত হওয়া তাসকিনÑ‘ পরিস্থিতি কি দাঁড়ায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা অবশ্যই জয়ের জন্য খেলব। ব্যাটসম্যানরা সেট হলে রান করা সহজ হবে। যদি একটি পার্টনারশিপ এক থেকে দেড়শ’ করে ফেলে, যদি সুন্দর একটা শুরু পাই, তাহলে তা সম্ভব। রানটা যদি ৩৫০-এর বেশি হয়, তাহলে নিশ্চিন্তে বল করা যেতে পারব।’
আজ দিনের শুরুতে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনিÑ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো। প্রথম ইনিংসে আমরা ৫৯৫ করে ইনিংস ঘোষণা করলাম। নিউজিল্যান্ডেরও রান হলো ৫৩৯। মনে হচ্ছে ব্যাটসম্যানদের জন্যই এই উইকেটটা বানানো হয়েছে। তাই আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। কারণ নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ অনেক ভালো। দিনের শেষের দিকে দ্রæত কয়েকটা উইকেট খারাপভাবে আউট হয়ে গেল। ইমরুল ভাই ভালো ব্যাটিং করলেও দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়লেন। আশা করি তিনি দ্রæত সুস্থ হয়ে উঠবেন। অন্যরাও দায়িত্ব নিয়ে খেলবে বলে আশা করছি।’
এদিকে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লড়াকু ইনিংসের নায়ক টম ল্যাথাম ( ১৭৭) ওয়েলিংটন টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন। চতুর্থ দিনের শেষ আধ ঘণ্টায় বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয়ায় এবং ইমরুল কায়েস ইনজুরিতে পড়ায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধ্য সাধনের কথাই ভাবছেন এই ওপেনার। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৮ উইকেটে এবং হ্যামিল্টনে ১৩৮ রানে হারানোর সেই অতীত সুখস্মৃতি ফিরে পাওয়ার স্বপ্নই দেখছেন তিনি ওয়েলিংটনেÑ ‘ পাকিন্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যেমনটা করেছি, টেস্টের শেষ দিনে এমন বিচিত্র ঘটনা ঘটাতে চাই। আগামীকাল (আজ) সকালে আমাদের সামনে বড় কাজ রয়েছে। দ্রæত ওদের ৩ উইকেট নিতে হবে। এই মুহূর্তে ওরা ম্যাচে এগিয়ে আছে ঠিকক, কিন্তু অনেক কিছুই ঘটতে পারে।’
কিউই বোলিং অ্যাটাকের উপর সে ভরসা রাখছেন ল্যাথামÑ‘ আমাদের তিনজন বিশ্বমানের সিমার এবং ভালো স্পিনার আছে। আমরা যদি দীর্ঘ সময় ভালো জায়গায় বল ফেলতে পারি, তাহলে আশাকরি; তাদেরকে আমরা বিব্রত করতে পারবো। তারা যদি জুটি গড়তে না পারে সেটিই হতে পারে আমাদের জন্য টার্নিং পয়েন্ট।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।