Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের চিত্র প্রদর্শনী আজ

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের খÐচিত্র প্রদর্শনের আয়োজন করেছে আওয়ামীলীগ। দলের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত ১৬ ও ১৭ জানুয়ারি ২ দিনব্যাপী রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার আওয়ামীলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, চিত্র প্রদর্শনী উপলক্ষে আগামীকাল (আজ) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
এছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অসহায় শিকার অনেকেই আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ