Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনারগাঁও রির্সোট সিটির অবৈধ বালু ভরাট বন্ধ করে দিলো প্রশাসন

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর.....

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁও উপজেলা সংবাদদাতা : গত রবিবার দৈনিক ইনকিলাবে উচ্চ আদালতের রায় অমান্য করে অবৈধ বালু ভরাট সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তি কান্দারগাঁও এলাকা সোনারগাঁ রির্সোট সিটির অবৈধ বালু ভরাট বন্ধ করে দিলো প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কমিশনার (ভুমি) রুবায়েত হায়াত শিপলু মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু ভরাট বন্ধ করে দেন। ক্ষমতার অপব্যবহার করে ইউনিক গ্রæপ নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় নেতা ও প্রভাবশালীদের দিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন ধরে সেখানে বালু ভরাট করে আসছিল। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবায়েত হায়াত শিপলু জানান, উচ্চ আদালতের আদেশ অমান্য করে স্থানীয় একটি চক্র গত কয়েকদিন যাবত ১৫টি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু ভরাট করছিল। আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে ওই এলাকার সকল বালু ভরাট করা বন্ধ করে দেওয়া হয়েছে। এ আদেশ অমান্য করে কেউ যদি বালু ভরাট করতে চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা জরিমানা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁও

২৯ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ