Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মেসিদের সমালোচনায় ম্যারাডোনা-কার্লোস

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফিফা বর্ষসেরার অনুষ্ঠানে লিওনেল মেসিদের অনুপস্থিতির ব্যাপারটা ভালোভাবে নেননি আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা ও ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোস। বার্সেলোনার সাবেক কিংবদন্তি ম্যারাডোনা রীতিমতো ক্ষুদ্ধ হয় বলেন, ‘মেসিকে নিয়ে আমি হতাশ। বাড়িতে টিভির সামনে বসে লড়াই করা যায় না। লড়াই করতে হলে মুখোমুখি হতে হয়।’ রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কার্লোসও রীতিমতো ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, ‘রিয়াল মাদ্রিদেরও এই সপ্তায় ম্যাচ আছে। কিন্তু তারা জুরিখে এসেছে। জয় পাওয়ার তাড়না দু’দলেরই আছে।’
তবে বার্সার জয়টা বেশিই প্রয়োজন। প্রথম লেগে রিয়াল ৩-০ গোলে জেতায় পরের রাউন্ড তাদের অনেকটাই নিশ্চিত। কিন্তু প্রথম লেগে ২-১ গোলে হারের ফলে আজ বার্সাকে দিতে হবে কঠিন পরীক্ষা। সতীর্থদের নিয়ে অনুষ্ঠানে যেতে না পারার জন্য ভিডিও কনফারেন্সে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন ইনিয়েস্তা, ‘পুরস্কার অনুষ্ঠানে নিমন্ত্রণ করে সম্মানিত করায় ও বর্সসেরা একাদশে রাখায় বার্সেলোনার অধিনায়ক হিসেবে ফিফা আর ফিফপ্রোকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুপস্থিতির জন্য দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমাদের কোপা দেল রেতে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের।’

টেস্টে বাংলাদেশ-নিউজিল্যান্ড
মুখোমুখি ম্যাচ জয় হার ড্র
বাংলাদেশ ১১ ০ ৮ ৩
নিউজিল্যান্ড ১১ ৮ ০ ৩
সর্বোচ্চ ম্যাচ
বাংলাদেশ : মোহাম্মদ আশরাফুল, ৯টি
নিউজিল্যান্ড : ম্যাককালাম/ভিট্টোরি, ৯টি করে
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ
বাংলাদেশ : খালেদ মাসুদ/আশরাফুল, ৪টি করে
নিউজিল্যান্ড : ড্যানিয়েল ভিট্টোরি, ৫টি
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ : ৫০১/১০ চট্টগ্রাম, ২০১৩
নিউজিল্যান্ড : ৫৫৩/৭ ডিক্লে. হ্যামিলটন, ২০১০

সর্বনিন্ম দলীয়
বাংলাদেশ : ১০৮/১০ হ্যামিলটন, ২০০১
নিউজিল্যান্ড : ১৭১/১০ চট্টগ্রাম, ২০০৮
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ : মুমিনুল হক ১৮১, হ্যামলটন ২০০১
নিউজিল্যান্ড : স্টিফেন ফ্লেমিং ২০২, চট্টগ্রাম ২০০৪
সর্বোচ্চ রান
বাংলাদেশ : তামীম ইকবাল, ৭ ম্যাচে ৫৩৬
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম, ৯ ম্যাচে ৫৫৮
বড় জয়
বাংলাদেশ : একটিও জয় নেই
নিউজিল্যান্ড : ইনিংস এবং ১৩৭ রানে, ওয়েলিংটন ২০০৮
সর্বাধিক সেঞ্চুরি
বাংলাদেশ : মুমিনুল হক, ২ ম্যাচে ২টি
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম, ৯ ম্যাচে ২টি
সর্বাধিক ফিফটি বা ততোধিক
বাংলাদেশ : তামীম ইকবাল, ৭ ম্যাচে ৫টি
নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন, ২ ম্যাচে ৩টি
সর্বোচ্চ রানের জুটি
বাংলাদেশ : তামীম-জুনাইদ ১৬১ (১ম উই.), ডানেডিন ২০০৮
নিউজিল্যান্ড : গাপটিল-ম্যাককালাম ৩৩৯ (৬ষ্ঠ উই.), হ্যামিলটন ২০১০
সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান, ৬ ম্যাচে ২০টি
নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি, ৯ ম্যাচে ৫১টি
ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ : সাকিব আল হাসান, ২৫.৫-৭-৩৬-৭
নিউজিল্যান্ড : ক্রিস কেয়ার্নস, ১৮.২-২-৫৩-৭
ম্যাচে সেরা বোলিং
বাংলাদেশ : সাকিব আল হাসান, ৭০.৪-২৪-১১৫-৯
নিউজিল্যান্ড : ডেনিয়েল ভেট্টোরি, ৬০.৪-২১-১৭০-১২
সর্বাধিক ডিসমিসাল
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ৭ ম্যাচে ১৪টি
নিউজিল্যান্ড : ব্রেন্ডন ম্যাককালাম, ৯ ম্যাচে ২৮টি
সর্বাধিক ক্যাচ
বাংলাদেশ : রাজিন সালেহ, ৪ ম্যাচে ৪টি
নিউজিল্যান্ড : রস টেইলর, ৫ ম্যাচে ১২টি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ