Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ সিরিজ মিস করায় হতাশ টেলর

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কি টেস্ট, কি ওয়ানডে- দু’ফরমেটের ক্রিকেটে নিউজিল্যান্ডের বর্তমান ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহে সবার উপরে রস টেলর। দু’ফরমেটের ক্রিকেটেই ৬ হাজারের কাছে দাঁড়িয়ে এই টপ অর্ডার। ৭৮ টেস্টে যেখানে তার সংগ্রহ ৫৮৩৮ রান,সেখানে ১৭৬টি ওয়ানডে ম্যাচে ৫৮২৬ রান। টেস্ট ওয়ানডে মিলিয়ে ৩১টি সেঞ্চুরির এই মালিক (টেস্টে ১৬টি,ওয়ানডেতে ১৫টি) টি-২০তেও ভয়ংকর আগ্রাসী রূপে নিজেকে ধরেছেন মেলে (৭৩টি টি-২০ ম্যাচে ১২৫৬ রান)। অথচ, গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পর দলের বাইরে এই ডানহাতি। চোখের অস্ত্রোপচারের কারনে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কাটিয়েছেন ২ মাস। ফিরছেন তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। তবে টেস্টের আগে টি-২০ সিরিজ দিয়ে প্রত্যাবর্তনের আশা ছিল তার। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের ঘোষিত দলে নিজের নাম না দেখে হতাশ হয়েছেন। সেই হতাশার কথাই শুনিয়েছেন রস টেলর ক্রিকইনফোকেÑ‘ টি-২০ দলের বাইরে আমাকে রাখা হয়েছে, তাতে আমি হতাশ হয়েছিলাম। দেশের হয়ে সব ফরমেটের ক্রিকেটে খেলতে ভালবাসি। বক্সিং ডে ( ২৬ ডিসেম্বর) ম্যাচে আমাকে না ডাকাটা ছিল আমার জন্য হতাশার।’ তবে ২ মাস পর টেস্ট দলে ফিরে আসতে পেরে সে কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানিয়েছেন গত বছর ৩টি টেস্ট সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানÑ‘ নির্বাচকদের প্রতি শ্রদ্ধা রাখতেই হচ্ছে। এরই মধ্যে ২টি টুয়েন্টি-২০ ম্যাচে ৮০’র ঘরে রান করে উত্তরটা দিয়েছি। একই সময়ে টেস্ট দলে ফিরতে পেরেও ভাল লাগছে।’ মেলবোর্ন রেনিগেডসের হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ টি-২০তে খেলবেন বলে ইচ্ছে প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে অনুমতি চেয়েছিলেন। সে অনুমতি মেলেনি। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বিগব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় তাকে পাঠানোর পক্ষে থাকলেও নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট সে অনুমতি দেননি। তারপরও নিউজিল্যান্ড ক্রিকেটের উপর ক্ষোভ নেই রস টেলরেরÑ‘ মেলবোর্নে ৭০ হাজার দর্শকের সামনে খেলতে পারাটা দারুণ। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট প্রটোকলের কারনে ভ্রমন করতে দেয়নি, এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাতেই হচ্ছে। এখন টেস্টে ফিরে আশ করছি কিছু রান করে তরুণদের এবং কেন উইলিয়ামসের জন্য কিছু একটা করে দেখাতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-২০

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ