Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ ফাইনালে ম্যাচ অফিশিয়ালের ভূমিকায় যারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১০:১৯ এএম | আপডেট : ১০:২০ এএম, ১২ নভেম্বর, ২০২২

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আগামী রোববার (১৩ নভেম্বর)। ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে আইসিসি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনাল ম্যাচে লড়বে ইংল্যান্ড ও পাকিস্তান।

শুক্রবার (১১ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে দুই অন-ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

 

বিশ্বকাপের গত আসরের ফাইনালেও দায়িত্বে ছিলেন তিনি। আর ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আরেক লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। আর তার পার্টনার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

 

এ দুজনের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানিকে। রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্বাগতিক অস্ট্রেলিয়ার পল রাইফেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ক্রিকেট

১৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ