নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওরিয়ন গ্রুপ বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে সেরা খেতাব জিতে নিয়েছেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেন। শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত আসরের শেষ রাউন্ডে পারের চেয়ে এক স্ট্রোক বেশী খেলে চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া উদীয়মান গলফার সম্রাট শিকদার রানারআপ হন। তিনি পারের চেয়ে দু’স্ট্রোক বেশী খেলেন। বাংলাদেশের আরেক গলফার মোঃ রাসেল পারের চেয়ে পাঁচ স্ট্রোক বেশী খেলে তৃতীয় হন। অন্যদিকে মহিলা গ্রুপে সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আখতার এবং সৈনিক লিমা আখতার দলগত বিভাগে শিরোপা জেতেন। এছাড়া মহিলা এককে সৈনিক সোনিয়া আখতার পারের চেয়ে দু’স্ট্রোক বেশী খেলে (৭০+৭৬) ১৪৬ স্কোর নিয়ে প্রথম হন। পারের চেয়ে পাঁচ স্ট্রোক বেশী খেলে (৭৪+৭৫) ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় হন সৈনিক লিজা আখতার। খেলা শেষে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সেনাবাহিনী’র চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।