প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কেটে ফেলতে হবে ডান পা। ফেসবুকে এক স্ট্যাটাসে আকবরের মেয়ে অথৈ জানান, আব্বুর অবস্থা খুবই খারাপ। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছে। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। এদিকে গত সপ্তাহ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আকবর। আকবরের স্ত্রী জানান, চিকিৎসকরা বলেছেন, আকবরের ডান পা কেটে ফেলতে হবে। এখন না কাটলে সংক্রমণ ছড়াবে শরীরের অন্য অংশে। উল্লেখ্য, আকবর ডায়াবেটিক ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। আকবর ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এরপর তার অ্যালবামসহ অনেক গান প্রকাশিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।